আইপিএল, ওয়ানডে খেলতে হবে 'ক্লোজড ডোর'-এ, সিদ্ধান্তে অনড় বিসিসিআই

শুক্রবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিতায় ভিড় এড়াতেই দিল্লি থেকে আইপিএল ম্যাচ বাতিলের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।’

শুক্রবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিতায় ভিড় এড়াতেই দিল্লি থেকে আইপিএল ম্যাচ বাতিলের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।’

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

বিশ্বের পাশাপাশি এবার ক্রিকেট মাঠেও থাবা বসাল করোনা ভাইরাস। বৃহস্পতিবার লখনউতে একটি হাসপাতালে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পর রবিবারে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ বাতিলের জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন জানাল উত্তরপ্রদেশ সরকার। জানা গিয়েছে খেলার মাঠে কোনওরকম জমায়েত ছাড়াই 'ক্লোজড ডোর' খেলার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। এমনকী ১৮ তারিখ কলকাতায় অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিনের ম্যাচেও এই নিয়মই চালু রাখার কথা জানিয়েছে বিসিসিআই। এদিকে, শুক্রবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিতায় ভিড় এড়াতেই দিল্লি থেকে আইপিএল ম্যাচ বাতিলের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।’

আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্ত ৭৬, ‘দিল্লিতে বাতিল আইপিএল

Advertisment

একদিনের পাশাপাশি সঙ্কটে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলাও। ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। পররাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে যে "কেন্দ্রীয় সরকার আইপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আয়োজকরা যদি এগিয়ে যেতে চান, তবে সেটা তাঁদের সিদ্ধান্ত"। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাস সম্পর্কিত একটি পরামর্শ বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছিল, সেখানে একটি সুপারিশ করা হয় যে সমস্ত ক্রীড়া অনুষ্ঠান কোনও দর্শককে ছাড়াই অনুষ্ঠিত করা হবে। কিংবা সে অনুষ্ঠান স্থগিত করে দিতে হবে।

আরও পড়ুন: ভারতে করোনাভাইরাসের প্রথম বলি কর্নাটকের বৃদ্ধ

লখনউয়ের বিভাগীয় কমিশনার মুকেশ মেশরাম ওয়ানডে সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত বিসিসিআইয়ের উপরই ন্যস্ত করেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে মেশরাম বলেন, " ক্রিকেট ম্যাচের বিষয়ে সিদ্ধান্তটি বিসিসিআইকেই নিতে হবে কারণ তারাই ম্যাচের আয়োজক। আমরা ভারত সরকার, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের একটি পরামর্শক পেয়েছি। এটিই আমরা বিসিসিআই-এর কাছে পাঠিয়ে দিয়েছি।"

Advertisment

এখনও আনুষ্ঠানিক ভাবে আইপিএল বা চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কিছু জানায় নি বিসিসিআই, তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে যা আভাস পাওয়া গিয়েছে, তাতে দর্শক-শূন্য মাঠে খেলা হবে আইপিএল-এর ম্যাচ। বড় জনসমাবেশ এবং ক্রীড়ানুষ্ঠান এড়িয়ে চলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা পালন করার বার্তা দেশের সমস্ত ফেডারেশনকে দিয়েছে ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রকের বার্তায় যা বলা হয়েছে তার সারমর্ম, “কোনোরকম ক্রীড়ানুষ্ঠানে যাতে জনসমাবেশ না হয়, তা নিশ্চিত করুন। যদি অনুষ্ঠান অনিবার্য হয়, তবুও দর্শক সমাবেশ হতে দেবেন না বা ভিড় জমতে দেবেন না।”

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন

cricket BCCI IPL