scorecardresearch

বড় খবর

এই দিনেই ধোনি টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেছিলেন

সাল ২০১৪, তারিখ ৩০ ডিসেম্বর, ভেন্য়ু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। ঠিক পাঁচ বছর আগে এই দিনেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে আচমকাই আলবিদা জানিয়েছিলেন এমএস ধোনি।

On This Day: MS Dhoni plays his last Test innings
এই দিনেই ধোনি টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেছিলেন

সাল ২০১৪, তারিখ ৩০ ডিসেম্বর, ভেন্য়ু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। ঠিক পাঁচ বছর আগে এই দিনেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে আচমকাই আলবিদা জানিয়েছিলেন এমএস ধোনি।

ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্য়াচের টেস্ট সিরিজের মাঝপথেই এমএসডি নিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। মেলবোর্নে তৃতীয় টেস্টে তাঁর অপরাজিত ২৪ রানেই ভারত টেস্ট ড্র করেছিল।

এই ম্য়াচের পরেই ধোনি বোর্ডকে জানিয়ে দেন যে, সাদা পোশাক থেকে সন্ন্য়াস নিচ্ছেন তিনি। আর খেলবেন না টেস্ট। তাঁর এই সিদ্ধান্তে প্রায় সকলেই চমকে গিয়েছিল।

আরও পড়ুন-ফের সৌরভের ইনস্টা পোস্টে বিশেষ মন্তব্য় কন্য়া সানার

একেবারে অপ্রত্যাশিত ছিল বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের টেস্ট অবসরের সিদ্ধান্ত। ধোনি কিন্তু সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত জানাননি। অবসরের ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিসিসিআইয়ের কাছে।

বোর্ড বিবৃতি দিয়ে বলে, “আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এমএস ধোনি। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে মনোযোগ করতে চান বলেই এই সিদ্ধান্ত তাঁর। ভারতের অন্য়তম সেরা টেস্ট অধিনায়কের ক্য়াপ্টেনসিতে ভারত টেস্টে এক নম্বর দল হয়েছে। সবরকমের ক্রিকেট খেলার চাপ নিতে চান না বলেই এই সিদ্ধান্ত তাঁর।”এরপর সেই সিরিজের শেষ ও চতুর্থ ম্য়াচ থেকেই টেস্ট ক্য়াপ্টেনসির ব্য়াটন ওঠে বিরাট কোহলির হাতে। শেষ পাঁচ বছর তিনিই ভারতের নেতৃত্বে।

আরও পড়ুন-দশকের সেরা টি-২০ দল: ধোনি-রোহিত বাদ, রয়েছেন কোহলি-বুমরা

এক ঝলকে ধোনির টেস্ট কেরিয়ার

ধোনির ক্য়াপ্টেনসিতে ভারত ৬০টি টেস্ট ম্য়াচ খেলে ২৭টি জেতে।

২০০৮ সালে অনিল কুম্বলের হাত থেকে অধিনায়কত্বের ব্য়াটন ওঠে ধোনির হাতে।

২০০৯ সালের ডিসেম্বরেই ধোনি ভারতকে বিশ্বের এক নম্বর টেস্ট দলের তকমা দেন। ১৮ মাস মগডালে ছিল টিম।

৯০টি টেস্টে ধোনি ৪৮৭৬ রান করেছেন ৩৮.০৯ এর গড়ে।

২৫৬টি ক্য়াচ ও ৩৮টি স্টাম্পিং করেছেন মাহি।

২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ টেস্ট রান (২২৪) করেন ধোনি।

৬ টি সেঞ্চুরি ও ৩৩টি অর্ধ-শতরান করেছেন এমএসডি।

আরও পড়ুন-এক দশকের সেরা একাদশ: টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে ক্য়াপ্টেন ধোনি

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: On this day ms dhoni plays his last test innings176044