/indian-express-bangla/media/media_files/2025/04/20/mfb5fl1yYuwN4Db8egqZ.jpg)
ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি
East Bengal FC vs Kerala Blasters FC Live streaming: পাঁচ বছরে পা রাখতে চলেছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025)। রবিবার অর্থাৎ ২০ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচটি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হবে। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, চলতি মরশুমের এই টুর্নামেন্ট নকআউট ফরম্য়াটে আয়োজন করা হবে। ঠিক যেমনভাবে এই টুর্নামেন্টের প্রথম ২ মরশুম আয়োজন করা হয়েছিল। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে জঘন্য় পারফরম্য়ান্স করার পর এই টুর্নামেন্টের হাত ধরে ইস্টবেঙ্গল কামব্যাক করতে চাইবে।
গত মরশুমে সুপার কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল এফসি। রবিবার টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই তাদের খেলতে হবে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে। গত বছর ফাইনাল ম্য়াচে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। আর সেইসঙ্গে ১২ বছর পর কোনও জাতীয় খেতাব জয় করেছিল মশালবাহিনী। তবে এই বছর তাদের ফর্ম একেবারে ভাল নেই। সম্প্রতি আইএসএল টুর্নামেন্টে তারা নবম স্থানে যাত্রা শেষ করেছে। সংগ্রহ করেছে মোট ২৮ পয়েন্ট। আটটি ম্য়াচে জয়লাভ করলেও, ১২ ম্য়াচে তারা হেরে গিয়েছে।
২০২৫ কলিঙ্গ সুপার কাপে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ শুরু হওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা যাক।
কবে ২০২৫ কলিঙ্গ সুপার কাপের শেষ ১৬ পর্বে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ খেলা হবে?
- কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ রবিবার অর্থাৎ ২০ এপ্রিল আয়োজন করা হবে।
কোথায় ২০২৫ কলিঙ্গ সুপার কাপের শেষ ১৬ পর্বে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ খেলা হবে?
- কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হবে।
কখন থেকে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ শুরু হবে?
- ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ শুরু হবে।
East Bengal FC: 'ক্লাবের কিছু করার নেই...', ক্লেইটন বিতর্কে এ কী বললেন দেবব্রত সরকার?
কোন টেলিভিশন চ্যানেলে ২০২৫ কলিঙ্গ সুপার কাপের শেষ ১৬ পর্বে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন?
- ২০২৫ কলিঙ্গ সুপার কাপের শেষ ১৬ পর্বে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে।
কীভাবে উপভোগ করতে পারবেন কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের লাইভ স্ট্রিমিং?
- কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের লাইভ স্ট্রিমিং JioHotstar অ্য়াপ এবং ওয়েব সাইটে দেখতে পাওয়া যাবে।
একনজরে দেখে নেওয়া যাক, দুই দলের সম্ভাব্য একাদশ -
কেরালা ব্লাস্টার্স এফসি: সচিন সুরেশ (গোলকিপার), আইবানভা ডোহলিং, ডুসান লাগাটোর, মাইলোস দ্রিনচিক, নাওচা সিং, ভিবিন মোহনন, দানিশ ফারুখ, কোরু সিং, নোয়াহ সাদাউই, আদ্রিয়ান লুনা, জেসাস জিমেনেজ।
East Bengal: লাল-হলুদে তুমুল অশান্তি, ক্লেইটনের পর এবার ফিজিওকে তাড়াল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল এফসি: প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিপ, হেক্টর ইউসতে, আনোয়ার আলি, লালচুনুঙ্গা, শৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, রিচার্ড সেলিস, রাফায়েল মেসি বাউলি, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।