Cleiton Silva East Bengal: কোচের সঙ্গে ঝামেলা করে বিতর্কে, শেষমেশ তারকা ফুটবলারকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল

Cleiton Silva: প্রাক্তন অধিনায়ক ক্লেইটন সিলভার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল এফসি। সম্প্রতি লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, সেকারণেই এই চরম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Cleiton Silva: প্রাক্তন অধিনায়ক ক্লেইটন সিলভার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল এফসি। সম্প্রতি লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, সেকারণেই এই চরম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC

ক্লেইটন সিলভার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

Cleiton Silva: ২০২৫ সুপার কাপের (Super Cup) আগে বড় সিদ্ধান্ত গ্রহণ করল ইস্টবেঙ্গল ফুটবল দল (East Bengal FC)। লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক ক্লেইটন সিলভার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হল। গত সোমবার (১৩ এপ্রিল) রাতেই ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ঘোষণা করেছিলেন যে নাওরেম মহেশ সিংকে আগামী মরশুমে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হবে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, ক্লেইটনকে হয়ত ছেড়ে দিতে পারে মশালবাহিনী। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

Advertisment

বুধবার (১৬ এপ্রিল) বিকেলবেলা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'ইস্টবেঙ্গল এফসি এবং ক্লেইটন সিলভার মধ্যে যাবতীয় সম্পর্ক পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে ছিন্ন করা হল। ক্লেইটন এতদিন ধরে যে পারফরম্য়ান্স করেছে, সেকারণে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।' 

East Bengal FC: ইস্টবেঙ্গলে অশান্তির আগুন! কোচের উপর রাগে প্র্যাকটিস ছেড়ে সোজা হোটেলে ক্লেইটন

দেখে নিন সেই বিবৃতি:

Advertisment

East Bengal Press Release

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২০ এপ্রিল থেকে সুপার কাপ শুরু হচ্ছে। এই টুর্নামেন্ট শুরুর আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) চেন্নাইন এফসি'র বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচের আয়োজন করেছিলেন। সেই ম্য়াচ খেলতে নেমে লাল-হলুদ কোচের সঙ্গে এই স্প্যানিশ ফুটবলারের যথেষ্ট ঝামেলা হয়েছিল।

East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় ইস্টবেঙ্গলের, ফিরতি লিগেও হার

পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাগের মাঠে ক্লেইটন মাঠ ছেড়ে বেরিয়ে যান। সোজা চলে যান হোটেলে। তারপর থেকে আর দলের সঙ্গে কোনও যোগাযোগ করেননি।

Swami Vivekananda East Bengal: কীভাবে বিবেকানন্দ যুক্ত হলেন ইস্টবেঙ্গলে? পয়লা বৈশাখে নীতুর মন্তব্যে তুমুল বিতর্ক

সূত্রের খবর, ক্লেইটনকে নাকি তাঁর পছন্দের জায়গা খেলতে বারণ করেছিলেন অস্কার ব্রুজোঁ। আর সেখান থেকেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। এই ব্যাপারে গত সোমবারই দেবব্রত সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে ক্লেইটনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?

East Bengal FC: 'ক্লাবের কিছু করার নেই...', ক্লেইটন বিতর্কে এ কী বললেন দেবব্রত সরকার?

জবাবে দেবব্রত সরকার জানিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত কোচ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবেন, ততক্ষণ এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অবশেষে বুধবারই ক্লেইটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করল লাল-হলুদ ব্রিগেড।

Super Cup Oscar Bruzon East Bengal Cleiton Silva