BCCI Tribute Kashmir Attack: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ২৩ এপ্রিল অর্থাৎ আজ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মধ্যে ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচ শুরু হওয়ার আগে নেওয়া হয়েছে একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত। এই ম্য়াচ চলাকালীন দুই দলের ক্রিকেটার এবং আম্পায়াররা হাতে কালো ফিতে বেঁধে মাঠে নামবেন।
এভাবেই পহেলগাঁও নারকীয় হত্যালীলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ম্য়াচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি এই ম্য়াচ চলাকালীন মাঠে দুটো বিষয় নিষিদ্ধ করা হবে। প্রথমত, ম্য়াচ চলাকালীন কোনও আতশবাজির রোশনাই দেখা যাবে না। অন্যদিকে, এই মাঠে থাকবেন না কোনও চিয়ারলিডারও।
Gautam Gambhir on Pahalgam Attack: 'ভারতও পালটা হামলা করবে...', পাহেলগাঁও হামলার ঘটনায় 'হুঙ্কার' গম্ভীরের
আসলে জম্ম-কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের পর গোটা দেশ কার্যত শোকস্তব্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরবেলা সন্ত্রাসবাদী হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বৈশ্বরন ঘাঁটিতে দুপুর পৌনে তিনটে নাগাদ এই হামলা চালানো হয়। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটাররা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং সহ একাধিক ভারতীয় ক্রিকেটার এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।
Virat Kohli on Pahalgam Terror Attack: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই...'. পাহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিরাট
পুলওয়ামার পর সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা
বলা হচ্ছে, পুলওয়ামা কাণ্ডের পর এটাই নাকি ভারতের মাটিতে সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ চালানো হয়েছিল। এই ঘটনায় দেশের ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ। তবে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজিস্টেন্স ফ্রন্ট (TRF)।
pahalgam attack: স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! পহেলগাঁওয়ে জঙ্গি নিশানায় ভ্রমণপ্রিয় ৩ বাঙালি পর্যটক
নাম জিজ্ঞাসা করেছে, কলমা পড়িয়েছে, তারপর গুলি করে হত্যা করেছে
সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুসারে, সন্ত্রাসবাদীরা পর্যটকদের হত্যা করার আগে তাঁদের নাম জিজ্ঞাসা করেছিল। এরপর কলমাও পড়িয়েছে। নাম জিজ্ঞাসা করার পর তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। খেলে রক্তের হোলি। গোটা বিষয়টার উপর নজর রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করা হচ্ছে, অভিযুক্তরা দ্রুত শাস্তি পাবে।