Pakistan vs Bangladesh 2nd Test: বাংলাদেশের বিরুদ্ধে আবার-ও জ্বলে উঠতে ব্যর্থ পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। প্রথম টেস্টে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসেও পাক তারকার ব্যাটে রানের দেখা নেই।
প্রথম টেস্টে বাংলাদেশের স্পিন-পেসের সামনে আটকে যেতেই চরম সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনায় কাজ হয়নি। দ্বিতীয় টেস্টেও বড় রানের সুযোগ হাতছাড়া করলেন তিনি। প্ৰথম টেস্টের দুই ইনিংসে বাবরের রান ছিল যথাক্রমে ০ এবং ২২। বাবরের সিলভার ডাক করা ম্যাচে পাকিস্তান ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশের কাছে।
আরও পড়ুন: পাকিস্তান নিরাপদ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসো না! কোহলিদের বড় পরামর্শ পাক তারকার
দ্বিতীয় টেস্টে বাবরের অবদান ৭৭ বলে ৩১ রান। মাত্র দুটো বাউন্ডারি হাঁকান তিনি। ক্রিজে বাংলাদেশি বোলারদের সামনে কখনই স্বচ্ছন্দ ছিলেন না। শেষমেষ বাবরকে ক্রিজে থাকার যন্ত্রনা থেকে রেহাই দেন সাকিব আল হাসান। লেগ বিফোর হয়ে ফিরতে হয় তারকাকে। লম্বা সময় বাবর টেস্টে অফফর্মের শিকার।
সবমিলিয়ে ৬১৪ দিন তাঁর ব্যাটে হাফসেঞ্চুরির দেখা নেই। ২০২২-এর ডিসেম্বরে শেষবার বাবর করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। তারপর থেকে এখনও একবার হাফসেঞ্চুরির মুখ দেখেননি তিনি। এই সময়ে তাঁর সর্বোচ্চ স্কোর ৪১।
The crowd chanting Babar Azam's name even after he got out shows how much he means to us. Chip up, King 👑#PAKvsBAN #BabarAzam pic.twitter.com/9cy3WZSMd1
— 𝐇𝐚𝐦𝐦𝐚𝐝 (@ImMadii5) August 31, 2024
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দ্বিতীয় টেস্টেও মুখ থুবড়ে পড়েছে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৭৪ রানে অলআউট হয়ে গিয়েছে পাক ব্যাটিং লাইনআপ। ওপেনার সায়ুম আয়ুব (৫৮), ক্যাপ্টেন শন মাসুদ (৫৭) এবং আঘা সালমান (৫৪) হাফসেঞ্চুরি করলেও নিজেদের ইনিংস বড় স্কোরে পর্যবসিত করতে পারেননি।
আরও পড়ুন: আমার লেভেলে আসতে বহু দেরি গিলের! কোহলির গলায় 'নকল' বিস্ফোরণ, আসল কাহিনী প্রকাশ্যে
শুরুতেই আব্দুল্লা শফিককে হারালেও ক্যাপ্টেন শন মাসুদ এবং সায়ুম আয়ুব মিলে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তবে দুজনে ১৫ রানের ব্যবধানে ফিরে যেতেই পাক ব্যাটিংয়ে ধস নামে। মাঝে বাবর আজম-মহম্মদ রিজওয়ানের ৩২ রানের পার্টনারশিপ বাদে বলার মত কিছু নেই। পাকিস্তান শেষ ৫ উইকেট হারায় মাত্র ৭১ রানে। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ একাই নেন ৫ উইকেট।