/indian-express-bangla/media/media_files/Mo3gARd9ZTq93vKyCCK1.jpg)
শাহিন শাহ আফ্রিদি এবং বাবর আজম
Pakistan Cricket Team: আপাতত ভাঁড়ে মা ভবানী হাল পাকিস্তানের। কখন যে কী হয়, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও আগে থেকে বলতে পারবেন না। একটা সময় যে বাবর আজম (Babar Azam) এবং শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) দেশের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, আজ সেই দুজনকে ঘাড়ধাক্কা দেওয়ার বন্দোবস্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অনেকদিন ধরেই বাবর এবং আফ্রিদি টি-২০ ক্রিকেট দলে সুযোগ পাচ্ছেন না। যদিও দুজনেই এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী ভবিষ্যতে বাবর এবং আফ্রিদি পাকিস্তানের টি-২০ স্কোয়াডে সুযোগ পান কি না। এই ছবিটা কার্যত স্পষ্ট করেই দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের নয়া হেড কোচ মাইক হেসন।
Mohammad Hafeez on Babar Azam: বাবর নয়, কোহলিই আসল কিং, বলছেন পাকিস্তানেরই মহম্মদ হাফিজ
স্যাম আইয়ুব এবং ফখর জমানের থেকেও স্ট্রাইক রেট কম বাবর আজমের
পাকিস্তান ক্রিকেট দলের নতুন হেড কোচ মাইক হেসন জানিয়েছেন, শীঘ্রই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পারেন বাবর আজম এবং শাহিন আফ্রিদি। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেকারণে বাবর আজম এবং শাহিন আফ্রিদির খেলা অত্যন্ত আবশ্য়ক। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবর আজমের স্ট্রাইক রেট আপাতত ১২৯.৮১। যদি ফখর জমানের কথা বলতে হয়, তাহলে ওঁর স্ট্রাইক রেট ১৩৩.৪৯। অন্যদিকে, ওপেনার স্যাম আইয়ুবের স্ট্রাইক রেট ১৩৮.৪৮। অর্থাৎ, এই দুই ব্যাটারের তুলনায় বাবরের স্ট্রাইক রেট অনেকটাই কম। আর সেকারণেই জাতীয় দলের দরজা কিছুতেই খুলতে পারছেন না বাবর আজম।
টি-২০ ক্রিকেটে আরও দ্রুত ব্যাট করতে হবে বাবর আজমকে
মাইক হেসন স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যদি বাবর আজমকে ফিরতেই হয়, তাহলে স্ট্রাইক রেট আরও বাড়াতে হবে। তাঁর কথায়, টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটাকে কিছুতেই অগ্রাহ্য করা যায় না। হেসনের কথায়, পাকিস্তান ব্যাটারদের স্ট্রাইক রেট ভাল নয় বলেই আন্তর্জাতিক ক্রিকেটে এই দলের রেটিং এতটা খারাপ।
Pahalgam Attack Babar Azam: পহেলগাঁও হামলায় এবার জড়াল বাবর আজমের নাম! ঘটনাটা কী জানেন?
নিজেকে শোধরাতে হবে শাহিনকেও
হেসন আরও যোগ করেন, বাবর আজমকে নিজের ব্যাটিং আরও শোধরাতে হবে। যদিও বাবর নিজেও এই ব্যাটিং নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে অনেকটা সাফল্য এসেছে। কিন্তু, এখনও পরিশ্রম করতে হবে। পাশাপাশি, শাহিন আফ্রিদিকে নিয়েও মুখ খুলেছেন তিনি। হেসনের কথায়, শাহিন একজন বিশ্বমানের বোলার। কিন্তু, ওঁকেও বোলিং পারফরম্যান্স শোধরাতে হবে।
বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাননি এই ২ ক্রিকেটার
বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের এমন দুজন ক্রিকেটার, যাঁরা ২০২১ এবং ২০২২ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্য়ান্সও যথেষ্ট ভাল হয়েছিল। কিন্তু, তারপর থেকে ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বর্তমানে টি-২০ স্কোয়াডে আর এই ২ ক্রিকেটারের জায়গা হয় না। খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট দল আরও একটা টি-২০ সিরিজ খেলতে মাঠে নামবে। এই সিরিজের জন্য় পিসিবি দলও ঘোষণা করে দিয়েছে। কিন্তু, সেখানে বাবর এবং শাহিনের নাম দেখতে পাওয়া যায়নি।