Pakistan Cricket Bomb Blast: ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যুমিছিলে হাহাকার পাকিস্তানে

Pakistan cricket Blast: পাকিস্তান থেকে একটি ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি ক্রিকেট ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় তুলকালাম পড়ে গিয়েছে।

Pakistan cricket Blast: পাকিস্তান থেকে একটি ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি ক্রিকেট ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় তুলকালাম পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricket Match Blast Pakistan

ছবিটি প্রতীকী

Pakistan Cricket: পাকিস্তান থেকে একটি ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। ডন সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, খাইবার পাখতুনওয়া অঞ্চলে শনিবার (৬ সেপ্টেম্বর) একটি ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ (Bomb Blast) হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সঙ্গে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Advertisment

Patna Accident: বুক কাঁপানো দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যুমিছিল, হাসপাতালে হাহাকার, কান্নার রোল

কৌসর ক্রিকেট মাঠে ঘটেছে এই বিস্ফোরণ

ডন সংবাদপত্রের ওই প্রতিবেদন অনুসারে, ওয়াজোর জেলার তহশিল প্রদেশের কৌসর ক্রিকেট ময়দানে এই বিস্ফোরণটি ঘটেছে। জেলার পুলিশ আধিকারিক ওয়াকাস রফিক জানিয়েছেন, এই বিস্ফোরণটি পূর্ব পরিকল্পিত ছিল। এই হামলার জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

Advertisment

Earthquake: প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী! মৃত্যুমিছিলে হাহাকার, বুকফাটা কান্না, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে চেনা মুখের সন্ধান

বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেশ কয়েকজন শিশুসহ একাধিক দর্শক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। কিন্তু, কে বা কারা এই হামলা চালাল, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

West Bengal Highlights: ভয়াবহ পথ দুর্ঘটনায় বীভৎস মৃত্যু! হাসপাতালে হাহাকার, কান্নার রোল...

থানাতেও চালানো হয়েছে আক্রমণ

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, শুধুমাত্র ক্রিকেট স্টেডিয়ামই নয়, স্থানীয় থানাতেও আক্রমণের চেষ্টা চালানো হয়েছিল। থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছিল। কিন্তু, অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। সেকারণে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

Pakistan Cricket Match Blast
বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

উসকে দিল ২০০৯ সালের ভয়াবহ স্মৃতি

ক্রিকেট ম্য়াচ চলাকালীন জঙ্গি হামলা পাকিস্তানে নতুন কোনও ঘটনা নয়। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কার টিম বাসের উপর জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় ৬ আধিকারিক এবং ২ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে বেশ কয়েকবছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখা হয়েছিল। গত কয়েকবছর আবারও তা চালু হয়েছে। কিন্তু, সন্ত্রাসবাদী হামলা আজও পাকিস্তানে অব্যাহত।

Pakistan Cricket bomb blast