/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
না ফেরার দেশে!
Kolkata News updates: মেমারিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার সকালে মন্তেশ্বর রোডের মুন্সীডাঙ্গা বাসস্টপ সংলগ্ন এলাকায় লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরে থাকা কয়েকজন গুরুতর জখম হন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষ। সেখানেই চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি—জয়ন্ত সরেন ও তিরু পুজারা—দু’জনেই মেমারি ১ নম্বর ব্লকের মগড়ার বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি ও ট্রাক্টরকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) দাগি প্রার্থীদের তালিকায় আরও নাম যোগ হলো। প্রথম তালিকায় যেখানে মোট ১,৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল, সেখানে এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৬-এ। অর্থাৎ, রাতারাতি আরও দুজন দাগি শিক্ষকের নাম যুক্ত হয়েছে তালিকায়। সবচেয়ে চাঞ্চল্য তৈরি করেছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের কন্যা রোশেনারা খাতুনের নাম উঠে এসেছে দাগিদের তালিকায়। প্রশ্ন উঠছে, কেন তাঁর নাম প্রথম তালিকায় বাদ গিয়েছিল এবং পরবর্তী তালিকায় অন্তর্ভুক্ত করা হলো? বিরোধীদের অভিযোগ, এর মধ্যেই স্পষ্ট হচ্ছে সরকারের অস্বচ্ছতা।SSC-র নতুন তালিকায় যুক্ত হওয়া অন্য নামটি হল সঞ্চিতা দাস নামে এক শিক্ষিকার। এই দুটি নাম যোগ হওয়ার পর থেকেই বিরোধীরা দাবি করছে, তালিকা প্রকাশের প্রক্রিয়া নিয়ে আরও প্রশ্ন উঠছে। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এই তালিকাতেও এখনও অনেক তথ্য গোপন রাখা হয়েছে।ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, তালিকা নিয়ে এই ধোঁয়াশাই প্রমাণ করছে শাসক দল প্রথম থেকেই দুর্নীতি আড়াল করার চেষ্টা করছে।
আরও পড়ুন-প্রেমিকাকে খুনের পর মা-ভাইকেও মারার প্ল্যান? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে...
দাগিদের তালিকায় নাম রয়েছে বৌমার। সেখবর চাউর হতেই প্রবল অস্বস্তিতে শাসক বিধায়ক নির্মল ঘোষ। এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত বিরক্তি ধরা পড়ল পানিহাটির তৃণমূল বিধায়কের গলায়। তিনি বারবারই কেবল বলে গেলেন সত্য সামনে আসবে। আইন আইনের পথেই চলবে। আমার কাছে কোন তালিকা নেই। কিছু না দেখে কিছু বলতে পারব না। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এবিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হয় ‘দাগি’ প্রার্থীদের নাম। মোট ১,৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা প্রকাশের পরই দেখা যায়, সেই তালিকায় শাসক দলের ঘনিষ্ঠ একাধিক প্রার্থীর নাম তাতে জ্বলজ্বল করছে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামও রয়েছে সেই তালিকাতেই। নৈহাটির এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে শম্পার ঘোষের নাম।
আরও পড়ুন- আরও কাছাকাছি ভারত-চিন, পাশে রাশিয়াও? ঘুম উড়েছে আমেরিকার
সামনেই বিধানসভা নির্বাচন! আর ২৬-এর ভোটকে পাখির চোখ করে 'স্ট্র্যাটেজি' ঠিক করতে আসরে তৃণমূল। সংগঠনের খুঁটিনাটি খতিয়ে দেখার পাশাপাশি জনসংযোগ ও ছোটখাটো ত্রুটি কাটিয়ে উঠতে এখন থেকেই আসরে নেমেছে শাসকশিবির। সেই উদ্দেশ্যেই সাংগঠনিক জেলাস্তরে বৈঠক শুরু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বৈঠক করেন কাঁথি ও দার্জিলিং সমতল সাংগঠনিক জেলা নিয়ে। দার্জিলিং সমতলের জন্য অভিষেকের বার্তা স্পষ্ট—পাহাড়ে জিততে হলে বাঙালি অস্মিতায় শান দিতে হবে। অন্যদিকে, কাঁথিতে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিয়েছেন তিনি। দলীয় সূত্রের খবর, ভোটের আগে প্রতিটি সাংগঠনিক জেলায় একইভাবে খুঁটিনাটি পর্যালোচনায় নজর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “জেতার সুযোগ সবসময়েই থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রচারে নামতে হবে। পুরসভার ফলাফল বিধানসভায় ফেরাতেই হবে। তাহলেই শিলিগুড়ি জয় অনেক সহজ হবে। সেই দায়িত্ব নিতে হবে কাউন্সিলরদের।”অভিষেক আরও জানান, উত্তরবঙ্গে বিশেষ গুরুত্ব দিতে হবে বাঙালি অস্মিতার প্রশ্নে। পাশাপাশি, আলাদা নজর দিতে হবে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই আসনটি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। অপর দিকে কাঁথিতে গোষ্ঠীদ্বন্ধ ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক।
- Aug 31, 2025 21:16 IST
West Bengal News Live Updates: বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা
বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় ৭৯ তম বর্ষে ৮১ কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরন প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর ৫ টা ১৬ মিনিট নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর ২ টো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে। প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোরাবাজার জগন্নাথ ঘাটে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য। পরপর তিন বার প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করলেন প্রত্যয়। ২য় হয়েছেন বাংলাদেশ থেকে নুরুল ইসলাম এবং ৩য় হয়েছেন বাংলাদেশ থেকে নয়ন আলী।
পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি। উনিশ কিলোমিটারে পুরুষ বিভাগে পরপর তিনবার প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করলেন গৌরব কাভেরি। দ্বিতীয় হয়েছেন ফয়জল আহম্মেদ বাংলাদেশ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন জুয়েল আহম্মেদ বাংলাদেশ থেকে। এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে মৌবনী পাত্র। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ থেকে মুক্তি খাতুন। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ থেকে থেকে সোনিয়া আখতার। এদিন সমস্ত স্থান অধিকারী প্রতিযোগীদের প্রাইজ বিতরণ করা হয় গোরাবাজার উমা সুন্দরী পার্কের মাঠে। - Aug 31, 2025 17:30 IST
West Bengal News Live Updates: বড় জয় পেল বিজেপি
নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচূড়া কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিপুল সাফল্য পেল বিজেপি। মোট ১২টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস।
ফলে সোনাচূড়ায় কৃষি সমবায় সমিতির দখল পুরোপুরি বিজেপির হাতে চলে গেল। স্থানীয় রাজনৈতিক মহলে এই ফলাফলকে তৃণমূলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
- Aug 31, 2025 13:23 IST
West Bengal News Live Updates: ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা
৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ ইডির। অ্যাসিস্টেন্ট টিচার পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। অ্যাকাউন্টে বিপূল পরিমাণ টাকার উৎস নিয়ে কোন সদুত্তর দিতে পারেন নি তৃণমূল বিধায়ক।
- Aug 31, 2025 13:02 IST
West Bengal News Live Updates: 'দাগি' তালিকায় একের পর এক এক শাসক ঘনিষ্ঠ!
পড়ুন বিস্তারিত- সুপ্রিম কোর্টের সঙ্গেই লুকোচুরি? মমতাকে নিশানা সুকান্তর
- Aug 31, 2025 12:24 IST
West Bengal News Live Updates: ফের প্রকাশ্যে হুগলিতে রচনা-অসিত দ্বন্দ্ব
ফের প্রকাশ্যে হুগলিতে রচনা-অসিত দ্বন্ধ। স্মার্ট ক্লাসের উদ্বোধনে গড়হাজির বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রণই পান নি। আর এই স্মার্ট ক্লাস উদ্বোধনকে কেন্দ্র করে ফের শুরু হয়ে গিয়েছে সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি।
- Aug 31, 2025 12:22 IST
West Bengal News Live Updates :গণতন্ত্র লুঠ করছে তৃণমূল, বিরাট অভিযোগ সুকান্তর
গণতন্ত্র লুঠ করছে তৃণমূল। বিরাট অভিযোগ সুকান্ত মজুমদারের। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "চাকরি লুঠের পর ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে কিভাবে ভয় দেখিয়ে চমকে-ধমকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র লুঠ চলছে দেখুন!
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার অন্তর্গত পাথরঘাটা নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে এই মুহূর্তে প্রকাশ্যে গুণ্ডামি চালাচ্ছে তৃণমূলের অসামাজিক দুর্বৃত্তবাহিনী! অশালীন আচরণ করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে! এই ন্যক্কারজনক ঘটনার খবর পেয়ে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় ওই স্থানে কর্মরত পুলিশের দ্বারস্থ হলে পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধোর করে তৃণমূলের গুণ্ডারা। আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
জনসমর্থন না পেয়ে শেষে দলদাস মেরুদন্ডহীন পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এবার গুণ্ডামি এবং জুলুমবাজি দ্বারা অবৈধভাবে সমবায় দখল করতে চাইছে মমতার মদতপুষ্ট দুষ্কৃতীরা। সাহস থাকলে পুলিশের নিরপেক্ষ প্রহরায় ভোট করিয়ে একবার দেখান ব্যর্থ মুখ্যমন্ত্রী! জনতা বুঝিয়ে দেবে সমর্থন কার দিকে রয়েছে।
সেই দিন আসন্ন, যেদিন গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় এই চাকরিচোর, গণতন্ত্র লুটেরাদের গাছে বেঁধে রেখে পেটাবে সাধারণ মানুষ"।
- Aug 31, 2025 10:35 IST
West Bengal News Live Updates : দাগি তালিকায় নাম দাপুটে TMC বিধায়কের পুত্রবধূর
অবশেষে চার মাসের প্রতীক্ষার পর শনিবার প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) ‘দাগি’ প্রার্থীদের তালিকা। ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST)-এর মোট ১,৮০৪ জন প্রার্থীর নাম এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে শনিবার রাত ৮টা নাগাদ কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। তালিকা সামনে আসতেই হুলস্থূল। নাম রয়েছে শাসক কাউন্সিলার থেকে শুরু করে বিধায়কের পুত্রবধূর নামও। যাকে কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে শাসক শিবির।
আরও পড়ুন- দাগি তালিকায় নাম দাপুটে TMC বিধায়কের পুত্রবধূর
- Aug 31, 2025 10:34 IST
West Bengal News Live Updates : তৃণমূল কাউন্সিলারের নাম 'দাগি' তালিকায়
সুপ্রিম নির্দেশে অবশেষে 'দাগি' প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জন 'দাগি' প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়। গতকাল বহু টালবাহানার পর সন্ধ্যা ৮ টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হয়। ইতিমধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। তালিকায় নাম রয়েছে শাসক ঘনিষ্ঠ বহু প্রার্থীর নাম। তাদের মধ্যেই অন্যতম রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে। কুহেলির বক্তব্য, " নাম রয়েছে সেটা আমি দেখেছি। ২০২২ সালের ডিসেম্বরের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেও আমার নাম ছিল। চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি। আমি এর আগে সিবিআই-কে চ্যালেঞ্জও করেছিলাম, তারা কখনও ডাকেনি। এ বার নাম কেন আছে, তা আমার কাছেও পরিষ্কার নয়।’
- Aug 31, 2025 10:34 IST
West Bengal News Live Updates : খুনের ৬ দিন পার, অধরা দেশরাজ
কৃষ্ণনগরে ইশিতা মল্লিককে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে। পুলিশের দাবি, নিখুঁত পরিকল্পনায় খুনের গেম প্ল্যান সাজিয়েছিল দেশরাজ। খুনের কয়েকদিন আগে দেশরাজ সোশ্যাল মিডিয়ায় 'হুমকি' পোস্ট করে।
আরও পড়ুন- প্রেমিকাকে খুনের পর মা-ভাইকেও মারার প্ল্যান? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে...