/indian-express-bangla/media/media_files/2025/09/27/pakistan-cricket-team-4-2025-09-27-16-15-51.jpg)
পাকিস্তান ক্রিকেট দল
Pakistan Cricket Team: বাকি আর মাত্র একটা ম্যাচ। ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) খেলতে নামছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ইতিপূর্বে, গত ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টের সুপার ফোর রাউন্ডে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে ভারতের বিরুদ্ধে বিতর্কিত ইশারা করে করেছিলেন পাকিস্তানের পেস তারকা হ্যারিস রউফ (Haris Rauf)। এই ঘটনায় রউফের বিরুদ্ধে বড়সড় শাস্তি ঘোষণা হতে পারে। এমনকী, ফাইনাল ম্য়াচে তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে না'ও খেলতে পারেন।
India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!
বিতর্কিত ইঙ্গিত করেছিলেন হ্যারিস রউফ
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গত ম্য়াচে হ্যারিস রউফ যখন ফিল্ডিং করছিলেন, সেইসময় তিনি ওই বিতর্কিত ইঙ্গিত করেন। এরপর আইসিসি জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছিল, আইসিসি হয়ত তাঁকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারে। আর যদি তেমনটা হয়, তাহলে নাকি এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ বয়কট করতে পারে পাকিস্তান। তবে রউফকে শাস্তি দেওয়া হলেও ম্য়াচ বয়কটের রাস্তা থেকে ইউ-টার্ন নিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, রউফকে ম্য়াচ ফি'র ৩০ শতাংশ জরিমানা হিসেবে দেওয়ার নিদান দিয়েছে আইসিসি।
India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!
৪১ বছরে প্রথমবার ঘটছে এমন ঘটনা
এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই মহারণের জন্য দুই দেশের ক্রিকেট সমর্থকরা গত ৪১ বছর ধরে অপেক্ষা করেছেন। টিম ইন্ডিয়া টানা ৫ ম্য়াচে জয়লাভ করে ফাইনালে এন্ট্রি নিয়েছে। অন্যদিকে, ৬ ম্য়াচের মধ্যে চারটেয় জিতে ফাইনালে উঠতে পেরেছে। উল্লেখ্য, সুপার ফোর পর্বে বাংলাদেশকে ১১ রানে হারাতেই পাকিস্তানের সামনে ফাইনালের দরজা খুলে যায়।
India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?
অব্যাহত টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্য়ান্স
এবারের এই মহাদেশীয় টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। টানা ৬ ম্যাচে জয়লাভ করে তারা ফাইনালে উঠেছে। লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান এবং ওমানকে হারিয়েছিল। এরপর সুপার ফোর রাউন্ডে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে পরাস্ত করে। অবশেষে ফাইনাল ম্য়াচে আবারও পাকিস্তানকে হারানোর সুযোগ ভারতের সামনে এসেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us