PCB head coach resignation: ফের একবার পাকিস্তানের হাঁড়ির হাল প্রকাশ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের লজ্জাজনক ঘটনা ফাঁস করে বিস্ফোরণ ঘটিয়েছেন বাবর আজমদের প্রাক্তন হেড কোচ জেসন গিলেসপি (Jason Gillespie)। গিলেসপি দাবি করেছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনও তার বকেয়া টাকা মেটায়নি, যার জন্য তিনি অপেক্ষা করছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গিলেসপি যখন পিসিবি দ্বারা টেস্ট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হন, তখন পিসিবি তাঁকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভাঙতে বেশিদিন সময় নেয়নি পাক ক্রিকেট বোর্ড।
ইনস্টাগ্রামে গিলেসপি একটি স্টোরি পোস্ট করেছেন যা পাকিস্তানের মিডিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের একটি অংশ। সেই সাক্ষাৎকারে বলা হয়েছে, পিসিবি এখনও তাঁর কিছু বেতন পরিশোধ করেনি।
জেসন গিলেসপি এবং দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনকে এপ্রিল ২০২৪ সালে পিসিবি দুই বছরের চুক্তিতে লাল এবং সাদা বলের ক্রিকেটের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। পিসিবি পাকিস্তান দলের জন্য একটি নতুন যুগের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস পর তাদের অধিকাংশ অধিকার ফিরিয়ে নেওয়া হলে দুজনকেই ইস্তফা দিতে বাধ্য করা হয়। এই প্রথম তাঁরা আর্থিক দেনাপাওনা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন।
আরও পড়ুন পাকিস্তানের মুখে চুনকালি! PSL চলাকালীন স্টেডিয়ামে বসে মোবাইলে IPL দেখছেন ফ্যান, ভিডিও ভাইরাল হতেই হইচই
গিলেসপির একটি স্টোরিতে লেখা ছিল, "আমি এখনও পিসিবি থেকে বকেয়া বেতনের অপেক্ষায় আছি।" আরেকটি স্টোরিতে তিনি বলেছেন, "গ্যারি কার্স্টেন এবং আমাকে একটি দল গড়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু একটি ম্যাচে হারার পরে সেই স্বপ্ন হঠাৎ জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয়।"
এদিকে, পিসিবি শনিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জাতীয় দলের হেড কোচ এবং লাহোরে পারফরম্যান্স এক্সিলেন্স সেন্টারের ডিরেক্টর পদে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির 'বদলা' এবার বিশ্বকাপে! কোন ষড়যন্ত্র কষছে পাকিস্তান?
প্রাক্তন টেস্ট স্পিনার নাদিম খানের পদত্যাগের পর থেকে ডিরেক্টর পদটি খালি রয়েছে। গত বছরে প্রথমে গ্যারি কার্স্টেন এবং পরে জেসন গিলেসপির পদত্যাগের পর থেকে প্রাক্তন টেস্ট পেসার আকিব জাভেদ সমস্ত ফরম্যাটে কেয়ারটেকার হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন।