/indian-express-bangla/media/media_files/2025/09/14/pakistan-national-anthem-2025-09-14-22-06-10.jpg)
জাতীয় সংগীত গাইছে পাকিস্তান ক্রিকেট দল
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) আপাতত মহাযুদ্ধ চলছে। ২২ গজে লড়াই করছে ভারত এবং পাকিস্তান। এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক (Pakistan Cricket Team) সলমান আলি আগা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১২৭ রান করে। তবে ম্য়াচ শুরুর আগেই এমন একটি অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয় পাকিস্তান, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে হাসাহাসি শুরু করে দিয়েছে।
IND vs PAK Asia Cup 2025: ভারতের সামনে 'মওকা-মওকা', এশিয়া কাপে 'খেল খতম' পাকিস্তানের?
প্রথমে বাজানো হয়ে পাকিস্তানের জাতীয় সংগীত
ক্রিকেট ময়দানে যখনই দুটো দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখন ওই দুটো দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্য়াচে প্রথমে পাকিস্তানের জাতীয় সংগীত বাজার কথা ছিল। এরপর ভারতের। কিন্তু, যখন পাকিস্তানের জাতীয় সংগীত (Natiional Anthem) বাজতে শুরু করে, তার আগে একটি আলাদা আইটেম সং শুনতে পাওয়া যায়। প্রায় ৪ সেকেন্ড ধরে ওই গানটি বাজতে থাকে। এরপর গোটা বিষয়টা নিয়ে সকলেই হাসাহাসি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়। বাজতে শুরু করে পাকিস্তানের জাতীয় সংগীত। তবে ততক্ষণে যা সম্মানহানি হওয়ার, তা হয়ে গিয়েছে।
দেখে নিন সেই ভিডিও:
DJ played Jalebi Baby song on Pakistan National anthem 🤣#INDvsPAK#BoycottINDvPAKpic.twitter.com/rJBmfvqedI
— 𝗩 𝗔 𝗥 𝗗 𝗛 𝗔 𝗡 (@ImHvardhan21) September 14, 2025
শেষ হল পাকিস্তানের ইনিংস
এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং একেবারে নজর কাড়তে পারেনি। শেষবেলায় শাহিন শাহ আফ্রিদি যদি ৩৩ রানের ওই মারকুটে ইনিংসটা না খেলতেন, তাহলে পাকিস্তানের স্কোর ১০০-র চৌকাঠ স্পর্শ করত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ম্য়াচে ভারতীয় স্পিনাররা নজরকাড়া পারফরম্য়ান্স করলেন। শুরুতেই উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক এবং বুমরাহ। টিম ইন্ডিয়া এই ইনিংসের সিংহভাগই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু, শেষবেলায় শাহিন ব্যাট করতে নেমে বড় বড় শট খেলতে শুরু করেন।
পাকিস্তানের স্পেশালিস্ট ব্যাটাররা যা পারেননি, সেটাই করে দেখালেন একজন পেস তারকা। হ্যারিস, ফখর, নওয়াজ - সকলেই বাউন্ডারি মারতে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পয়েন্টে জসপ্রীত বুমরাহের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাইম আইয়ুব। আগা যথেষ্ট লড়াইয়ের পর ১২ রান করেন। ভারতীয় স্পিনারদের মধ্যে ভেলকি দেখালেন বরুণ এবং অক্ষর। স্পিনের ছন্দে পাকিস্তানি ব্যাটাররা কার্যত নাচতে শুরু করেছিল। তবে কুলদীপ আরও একবার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৪ উইকেট শিকার করার পর, এই ম্য়াচেও তিনি তিনটে উইকেট তুলে নিলেন।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তান এই ম্য়াচে ৬৩ ডট বল খেলেছে। এবার এই উইকেটে টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us