শ্রীলঙ্কা সফরের শুরুটা আশা জাগিয়ে হলেও শেষটা মোটেই মনের মত হল না। ওয়ানডে সিরিজে ভারত জয়লাভ করলেও দুর্বল শ্রীলঙ্কার কাছে টি২০ সিরিজে কার্যত পর্যুদস্ত হলেন ধাওয়ানরা। আর ভারতের হারের জন্যই সরাসরি অভিযোগের আঙ্গুল উঠছে অধিনায়ক শিখর ধাওয়ানের দিকে।
পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া যেমন নিজের ইউটিউব চ্যানেলে ধাওয়ানকেই ভারতের সিরিজ হারের জন্য দায়ী করলেন। জানিয়ে দিলেন, "যখন ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ছয় নম্বরে ব্যাটিং করছে, তখন ধাওয়ান কোন যুক্তিতে টসে জিতে প্রথমে ব্যাটিং নিল? প্রেমদাসার পিচ বরাবর স্পিনারদের সাহায্য করে। তাই প্ৰথমে বোলিং করলে শ্রীলঙ্কাকে সহজেই একশোর কমে আটকে রাখতে পারত ভারত।"
আরো পড়ুন: ভারতকে হারাতেই পুরস্কারের জোয়ার! কোটি কোটি টাকায় ভাসছে শ্রীলঙ্কা ক্রিকেট
এখানেই না থেমে কানেরিয়া আরো বলেন, "বোলিং লাইন আপ বেশি শক্তিশালী হওয়ায় শুরুতে বোলিং করলে ভারতই সুবিধা পেত। এটা ধাওয়ানের দুর্বল ক্যাপ্টেনশিপ।"
ধাওয়ানের নেতৃত্বে ভারত ২-১'এ ওয়ানডে সিরিজ দখল করেছিল। টি২০ সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পরই ভারতের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হতে থাকে। ক্রুনাল পান্ডিয়া তো বটেই তাঁর সংস্পর্শে আসা আরো আটজনকে আইসোলেশনে পাঠায় ভারত। এমন অবস্থায় দ্বিতীয় টি২০-তেই চারজনের অভিষেক ঘটিয়ে একজন ব্যাটসম্যান কম খেলিয়ে মাঠে নামতে বাধ্য হয় ভারত। সেই ম্যাচে লড়াই করে ভারত শেষ ওভারে হারে। শ্রীলঙ্কা ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায়।
আরো পড়ুন: ভারতকে হারিয়ে কেরিয়ারে স্বপ্নপূরণ! ৩৩-এই অবসর লঙ্কান সুপারস্টারের
তবে শেষ ম্যাচে ভারত কার্যত দাঁড়াতেই পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত মাত্র ৮১ রানে থেমে যায়। সেই রান অবলীলায় তুলে সিরিজ দখল করে নেয় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা বল হাতে নায়ক হয়ে ওঠেন। ৪ ওভারে ৯ রান খরচ করে একাই তুলে নেন ৪ উইকেট।
ব্যাট হাতে দ্বিতীয় টি২০-তে ৪৪ করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও ব্যাট হাতে গোটা সফরে একদমই ছন্দে ছিলেন না তারকা। ক্যাপ্টেন হিসেবেও সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ। আর শেষ টি২০-তে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি।
১৩ বছর পরে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কা ২০০৮ সালে ভারতকে দেশের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। সবমিলিয়ে আটবারের পর এবারই টি২০ সিরিজে ভারতের বিপক্ষে জয় পেল শ্রীলঙ্কা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন