/indian-express-bangla/media/media_files/2025/09/13/saim-ayub-2025-09-13-10-51-23.jpg)
পাকিস্তানের ক্রিকেট দলের ওপেনার স্যাম আইয়ুব
Pakistan Cricket Team: গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, এই ম্য়াচে এমন একটি ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব, যা হয়ত কেউ কখনও কল্পনা করেনি। একেবারে দিনের আলোর মতো আউট হয়ে গিয়েছিলেন পাকিস্তানের এক ব্যাটার। কিন্তু, তা সত্ত্বেও তিনি DRS নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরও যখন আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তখন গোটা ক্রিকেট বিশ্বে রীতিমতো হাসাহাসি পড়ে যায়। এই ভিডিওটি দেখে আপনারাও অবাক হয়ে যাবেন।
Pakistan Cricket Team: কোনওক্রমে টেনেটুনে পাশ, দুর্বল ওমানকে হারাতেও ল্যাজেগোবরে পাকিস্তান
প্রথমবার ক্রিকেট ময়দানে পাকিস্তান বনাম ওমান
শুক্রবার এশিয়া কাপের আসরে পাকিস্তান এবং ওমান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুটো দলের কাছেই এটা ছিল প্রথম ম্যাচ। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন। তিনি আশা করেছিলেন, প্রথমে ব্যাট করে হয়ত বড় স্কোর খাড়া করতে পারবেন। আর সেকারণেই দলের ওপেনার হিসেবে তিনি স্যাম আইয়ুব এবং সাহিবজাদা ফারহানকে পাঠান। প্রথম বলের মুখোমুখি হন ফারহান। তিনি ২ রান নেন। পরের বলটা ওয়াইড হয়ে যায়। কিন্তু, তাতেও ১ রান আসে। অর্থাৎ, ওভার তথা ম্য়াচের দ্বিতীয় বলটা স্যাম আইয়ুব খেলার জন্য প্রস্তুতি নেন। আর তখনই ঘটে গেল এই অদ্ভুত ঘটনাটি।
পরিষ্কার আউট ছিলেন স্যাম আইয়ুব
মিডল স্টাম্পেই ডেলিভারি করেছিলেন ওমানের বোলার শাহ ফজল। কিন্তু, স্যাম আইয়ুব বলের লাইন এবং লেংথ বুঝতে পারেননি। বলটা সোজা তাঁর প্যাডে এসে লাগে। বোলারের পাশাপাশি গোটা ওমান দল LBW আউটের জন্য আবেদন করেন। আম্পায়ারও সেই আবেদনে সাড়া দেন এবং স্যামকে আউট ঘোষণা করেন। এরপর তাড়াহুড়ো করে স্যাম আইয়ুব তাঁর সতীর্থ ওপেনার সাহিবজাদার কাছে আসেন। যেনতেন প্রকারেণ বোঝাতে চান যে তিনি আউট ছিলেন না। এরপর রিভিউ চেয়ে নেন।
Oman open their account at #DPWorldAsiaCup2025 with a bang 💥
— Sony Sports Network (@SonySportsNetwk) September 12, 2025
Watch #PAKvOMAN, LIVE NOW on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork#DPWorldAsiaCup2025pic.twitter.com/XF7LqIAJ4y
ভিডিও দেখে হাসাহাসি ক্রিকেট বিশ্বে
তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখেন, তখন গোটা বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। বল এবং ব্যাটের মধ্যে কোনও সম্পর্কই হয়নি। বলটা সোজা মিডল স্টাম্প লক্ষ্য করেই আসছিল। এরপর ফের তাঁকে আউট দেওয়া হয়। ক্রিকেট খেলায় ডিআরএস এই কারণেই গ্রহণ করা হয়, যাতে কঠিনতম সিদ্ধান্তকে চেক করা যায়। কিন্তু, স্যাম আইয়ুব যেভাবে রিভিউ নিলেন, তাতে যে DRS-এর ভয়ঙ্কর বেইজ্জতি হয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। স্যাম আইয়ুব খুব ভাল করেই জানতেন যে বলটা তাঁর ব্যাটে লাগেনি। সামনে থেকে ফারহানও হয়ত তাঁকে ওই একই কথা বলেছিলেন। এখানে DRS নেওয়ার কোনও দরকারই ছিল না। স্যাম আইয়ুব গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে তো ফিরলেনই, সঙ্গে দলের একটি রিভিউও নষ্ট করলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us