Pakistan Cricket Team: কোনওক্রমে টেনেটুনে পাশ, দুর্বল ওমানকে হারাতেও ল্যাজেগোবরে পাকিস্তান

Pakistan vs Oman Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের চতুর্থ ম্য়াচে ওমানকে ৯৩ রানে পরাস্ত করল পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়।

Pakistan vs Oman Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের চতুর্থ ম্য়াচে ওমানকে ৯৩ রানে পরাস্ত করল পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team (1)

জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল পাকিস্তান ক্রিকেট দল

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের চতুর্থ ম্য়াচে ওমানকে ৯৩ রানে পরাস্ত করল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। দুর্বল ওমানকে প্রতিপক্ষ হিসেবে পেলেও, এই ম্য়াচটা জিততে পাকিস্তানকে যথেষ্টই বেগ পেতে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওমানের সামনে ১৬১ রানের টার্গেট দেয় পাকিস্তান। খুব স্বাভাবিকভাবেই ওমান ব্যাটাররা সেভাবে কেউ নজর কাড়তে পারেননি। তারা মাত্র ৬৭ রানেই অলআউট হয়ে গিয়েছে। পাকিস্তান ব্যাটারদের মধ্যে একমাত্র মহম্মদ হ্যারিসই হাফসেঞ্চুরি করেছেন। তবে ওমানের বিরুদ্ধে এই জয় পাকিস্তানকে আগামী ১৪ তারিখ বাড়তি অক্সিজেন দেবে।

Advertisment

Asia Cup 2025 Live Telecast: কখন শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন, টিভি এবং মোবাইলে দেখার সহজ উপায়

ব্যাট হাতে নজর কাড়লেন মহম্মদ হ্যারিস

এবার ম্য়াচের কথায় আসা যাক। প্রথমে ব্যাট করতে নামলেও, পাকিস্তান ক্রিকেট দলের শুরুটা যারপরনাই খারাপ হয়েছিল। প্রথম ওভারেই তারা বড়সড় ধাক্কা খায়। দলের ওপেনার স্যাম আইয়ুব শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। অপর ওপেনার সাহিবজাদা ফারহানও ২৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান। এরপর তিন নম্বরে ব্য়াট করতে নামেন মহম্মদ হ্যারিস। তিনি ৪৪ বলে ৬৬ রান করেছেন। এই ইনিংসে তিনি ৭ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। 

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে বাদ পড়বেন তারকা ক্রিকেটার? ফাঁস হয়ে গেল নোংরা রাজনীতি!

ব্যাট হাতে ফ্লপ পাক অধিনায়কও

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি এই ম্য়াচে রানের খাতা খুলতে পারেননি। গোল্ডেন ডাক হয়ে তিনি ফিরে যান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে হাসান নওয়াজ ১৫ বলে করেছেন মাত্র ৯ রান। অন্যদিকে, দলের অলরাউন্ডার মহম্মদ নওয়াজ ১০ বলে ১৯ রান এবং ফাহিম আশরফ ৪ বলে ৮ রান করেছেন। ফখর জামান ১৬ বলে করলেন ২৩ রান। ওমান বোলারদের মধ্যে সবথেকে বেশি নজর কাড়লেন শাহ ফয়জল এবং আমির কলিম। দুজনেই তিনটে করে উইকেট শিকার করেছেন।

Asia Cup 2025 India vs Pakistan: মাত্র ২ শব্দেই 'হুঙ্কার' শুভমানের, ঘুম উড়েছে পাকিস্তানের

হতাশ করলেন ওমান ব্য়াটাররা

টার্গেট তাড়া করতে নেমে ওমান ব্যাটাররাও অবশ্য নজর কাড়তে পারলেন না। প্রথম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক যতিন্দর সিং। তিনি ৩ বলে মাত্র ১ রান করেছেন। এরপর ২৪ রানে ওমানের দ্বিতীয় উইকেটের পতন হয়। আউট হন আমির কলিম। তিনি ১১ বলে ১৩ রান করেন। এরপর মিডল অর্ডারে মহম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ এবং বিনায়ক শুক্লাও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ওমানের হয়ে এই ম্য়াচে সর্বাধিক রান করলেন হাম্মাদ মির্জা। তিনি ২৩ বলে ২৭ রান করেছেন। পাকিস্তান বোলারদের মধ্যে স্যাম আইয়ুব, সুফিয়ান মুকিম, ফাহিম আশরফ দুটো করে উইকেট শিকার করেছেন।

Pakistan Cricket Team Asia Cup 2025