Pakistan Cricket Team Penalized: ফের 'বেইজ্জত' পাকিস্তান, নেমে এল শাস্তির খাঁড়া!

Pakistan Women Cricket Team: ভারতীয় মহিলা ক্রিকেট দলকে কম রানে আটকে রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তার উপর আবার তারা শাস্তির কোপেও পড়েছে। জেনে নিন গোটা বিষয়টি।

Pakistan Women Cricket Team: ভারতীয় মহিলা ক্রিকেট দলকে কম রানে আটকে রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তার উপর আবার তারা শাস্তির কোপেও পড়েছে। জেনে নিন গোটা বিষয়টি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Women Cricket Team

শাস্তির কোপে পড়ল পাকিস্তান ক্রিকেট দল

IND W vs PAK W: ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম পাকিস্তান লড়াই। ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। নির্ধারিত ৫০ ওভারে তারা ২৪৭ রানে অলআউট হয়ে গেল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪৬ রান করলেন হারলিন দেওল। তবে এই ম্যাচে ফের বেইজ্জতির শিকার হল ফতিমা সানার দল। নেমে এল শাস্তির খাঁড়াও! কীভাবে ঘটল এই ঘটনাটি। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

IND W vs PAK W: স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ, পিছনে এই বিশেষ কারণ

স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল পাকিস্তান ক্রিকেট দল

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান যথেষ্ট স্লো ওভার রেটে বল করছিল। আর সেকারণেই তাদের শাস্তি দেওয়া হয়েছে। শেষ ওভারে অন্তর্বর্তীকালীন বৃত্তে একজন অতিরিক্ত ফিল্ডার রাখতে হয়েছে। যদিও এই শাস্তির কারণে পাকিস্তানের খুব একটা অসুবিধে হয়নি। কারণ শেষ ওভারে বল করতে এসেছিলেন ডায়না বেইগ। তিনি ১১ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। প্রসঙ্গত, এই ম্য়াচে ডায়না ১০ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছে। তবে ভারত তাদের সামনে যে পাহাড়প্রমাণ রানের টার্গেট দিয়েছে, সেটা হাসিল করা ফতিমা সানাদের পক্ষে কার্যত অসম্ভব। কারণ, ভারতের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে আজ পর্যন্ত তাঁরা এত রান কখনও করতে পারেননি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া জয়ের ব্যবধান ১২-০ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Advertisment

IND vs PAK Live Streaming Details: আর নয় সোনি লিভ, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-পাক লড়াই!

যাইহোক, রবিবাসরীয় ম্য়াচে টসের সময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা জানিয়েছিলেন যে টিম ইন্ডিয়াকে যদি ২৫০ রানের মধ্যে তিনি আটকে রাখতে পারেন, তাহলে আনন্দিত হবে। সেই কথা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করেছেন পাকিস্তানি বোলাররা। কিন্তু, সমস্যা হল অন্য জায়গায়। একদিনের ক্রিকেটে তারা ভারতের বিরুদ্ধে কখনই ২০০ রানের চৌকাঠ টপকাতে পারেনি। ২৫০ তো বহুত দুর কী বাত! ফলে টিম ইন্ডিয়া যে আপাতত নিশ্চিন্তে থাকতে পারবে, তা বলাই বাহুল্য।

IND W vs PAK W Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team