IND W vs PAK W: স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ, পিছনে এই বিশেষ কারণ

IND W vs PAK W 2025 World Cup: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছে ভারত এবং পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। তবে ৩৪ ওভারে শেষে আচমকা এই ম্য়াচ বন্ধ করে দিতে হল।

IND W vs PAK W 2025 World Cup: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছে ভারত এবং পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। তবে ৩৪ ওভারে শেষে আচমকা এই ম্য়াচ বন্ধ করে দিতে হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs PAK

পোকার কারণে স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ

IND W vs PAK W: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) খেলতে নেমেছে ভারত (Indian Women Cricket Team) এবং পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। তবে ৩৪ ওভারে শেষে আচমকা এই ম্য়াচ বন্ধ করে দিতে হল। না, বৃষ্টির কারণে এই স্থগিতাদেশ জারি করা হয়নি। আসুন, আসল কারণটা জেনে নেওয়া যাক।

Advertisment

IND W vs PAK W Live Updates: স্মৃতি মান্ধানাকে নিয়ে চরম দুঃসংবাদ, ফের হতাশ করলেন টিম ইন্ডিয়াকে

পোকার উৎপাতে বন্ধ হল ম্য়াচ

আসলে গতকাল (৪ অক্টোবর) থেকেই কলম্বোয় প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। রবিবাসরীয় ম্য়াচেও আকাশ যথেষ্ট মেঘলা হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বাদলা পোকার উৎপাত রীতিমতো বেড়ে গিয়েছে। বেশ কয়েকবার পাকিস্তানি ক্রিকেটাররা এই পোকা তাড়ানোর ব্যবস্থা করলেও, তাতে কোনও লাভ হয়নি। ক্রিকেটারদের চোখে-মুখে পোকা ঢুকে যাচ্ছে। ব্যাট করতে অসুবিধে হচ্ছে টিম ইন্ডিয়ারও। এই পরিস্থিতিতে ম্য়াচ আপাতত স্থগিত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ গজের চারদিকে আপাতত কীটনাশক স্প্রে করা হচ্ছে। যাতে ওই পোকা দুর করা যেতে পারে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এই ম্য়াচ শুরু হবে।

Advertisment

IND vs PAK Live Streaming Details: আর নয় সোনি লিভ, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-পাক লড়াই!

পোকার এই উৎপাতের কারণে ১৫ মিনিটের একটা বিরতি ঘোষণা করা হয়েছে। কীটনাশক স্প্রে করার করার বিশাল বিশাল যন্ত্র মাঠে নিয়ে আসা হয়েছে। যাঁরা স্প্রে করছেন, তাঁদের মুখেও অত্যাধুনিক মাস্ক লাগানো রয়েছে। পাকিস্তান ক্রিকেট দল এমনিতেই স্লো ওভার রেট সমস্যায় ভুগছে। এই পরিস্থিতিতে এমন বিরতি ফতিমা সানার দলকে যে আরও বিপাকে ফেলতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

India vs Pakistan Handshake Controversy: টসে জিতে ফিল্ডিং পাকিস্তানের, এবার হ্যান্ডশেক করল টিম ইন্ডিয়া?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবাসরীয় হাইভোল্টেজ ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। টিম ইন্ডিয়ার দুই ওপেনার প্রতীকা রাওয়াল (৩৭ বলে ৩১ রান) এবং স্মৃতি মান্ধানা (৩২ বলে ২৩ রান) শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি। আরও একবার রানের দৌড়ে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও (৩৪ বলে ১৯ রান)। কিছুটা হলেও মন্দের ভাল পারফরম্য়ান্স করলেন হারলিন দেওল। ৬৫ বলে ৪৬ রান করেছেন তিনি। চারটে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকালেন তিনি। আপাতত জেমিমা রডরিগস এবং দীপ্তি শর্মা ব্যাট করছেন। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে।

IND W vs PAK W Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team