Advertisment

দাদার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও সন্দেহই নেই! কোহলিকে সপাটে আক্রমণ এবার জিন্দালের

কোহলির সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই বিতর্কে মহারাজের পাশে দাঁড়ালেন পার্থ জিন্দাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট কোহলির বিধ্বংসী প্রেস কনফারেন্স জাতীয় দলকে বেনজির সঙ্কটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ২০১৭ সাল থেকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব করা কোহলি বিস্ফোরকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মাত্র ৯০ মিনিট আগে জানানো হয়। প্রকাশ্যে সৌরভের বিবৃতির পাল্টা দিয়ে জানান, টি২০ ক্যাপ্টেন হিসাবে তাঁকে রেখে দেওয়ার বার্তা বোর্ড দেয়নি। সৌরভ নিজে জানিয়েছিলেন, টি২০ অধিনায়ক হিসেবে কোহলি যাতে সরে না যান, সেইজন্য তিনি অনুরোধ করেন। তবে কোহলি খারিজ করে দেন বোর্ড সভাপতির সেই দাবি।

Advertisment

কোহলির বক্তব্য, “প্রথমে টি২০-র অধিনায়কত্ব ছাড়া নিয়ে যখন বোর্ডের সঙ্গে কথা হয়, সেই সময় নিজের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দিই। কেন এমন সিদ্ধান্ত, সেটাও জানাই। সাদরে আমার বক্তব্য মেনে নেওয়া হয়েছিল। কোনও সমস্যা হয়নি। কেউ ইতস্তত বোধ করেনি।”

আরও পড়ুন: কোহলির বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নিলেন না সৌরভরা, জানা গেল আসল কারণ

কোহলি এমন সাংবাদিক সম্মেলনের পরে কেউই বোর্ডের তরফে মুখ খোলেননি। বেশ কিছু প্রাক্তন তারকা অবশ্য নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এমন আবহে দিল্লি ক্যাপিটালস দলের মালিক পার্থ জিন্দাল এবার সরাসরি সৌরভের পাশে দাঁড়ালেন।

টুইটারে মুখ খুলে বিখ্যাত শিল্পপতি জানালেন, সৌরভের সততা নিয়ে কোনও সন্দেহই নেই। দ্রুত এমন ঘটনার নিষ্পত্তি হয়ে যাবে, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: জুম কলে মিটিং সৌরভ-শাহের! কোহলিকে নিয়ে ক্ষোভে ফুঁসছে বোর্ড

"দাদার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনও জায়গাই নেই। যে সৌরভের।বিরুদ্ধে মুখ খুলছেন তাঁদের অন্তত জানা উচিত উনি দেশের ক্রিকেটের জন্য কী করেছেন! কারোর জন্যই দাদা ভারতীয় ক্রিকেটে আপস করবেন না। আশা করি দ্রুত, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এতে একমাত্র হারল ভারতীয় ক্রিকেট।" লিখেছেন তিনি।

অধিনায়কত্ব বিতর্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় পা রাখল টিম ইন্ডিয়া। প্ৰথমবারের মত রামধনুর দেশে টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের পুরোটাই খেলবেন কোহলি। আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিরাট। তবে সেই দাবি উড়িয়ে কোহলি জানিয়েছেন, তিনি এভেলেবল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Sourav Ganguly BCCI
Advertisment