আইসিসি-র র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স। ওয়ানডে ফর্ম্য়াটে সেরা ইন্ডিয়ার জসপ্রীত বুমরা। কিন্তু এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার হিসাবে কামিন্সকেই বেছে নিলেন ডেইল স্টেইন।
দক্ষিণ আফ্রিকার স্টার পেসার টুইটারে 'কিউ অ্যান্ড এ' (প্রশ্নোত্তর) সেশনে বেছে নিয়েছেন কামিন্সকে। এক ফ্য়ানই স্টেইনের থেকে জানতে চেয়েছিলেন যে, প্রোটিয়া পেসারের মতে কে সেরা? তখনই স্টেইন জানান তাঁর পছন্দের নাম।
বিশ্বের সর্বকালের সেরা পেসারদের মধ্য়ে থাকবে স্টেইনের নাম। যদিও সদ্য়সমাপ্ত আইপিএলে নিলামে কোনও দল পাননি শেষবার বিরাট কোহলির ব্য়াঙ্গালোরে খেলা স্টেইন। অবিক্রিতই রয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন-IPL 2020: সাড়ে ১৫ কোটিতে কেকেআরে কামিন্স, ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি তিনিই
স্টেইনের পছন্দের কামিন্স মাঠে না-নেমেই লিখেছেন ইতিহাস। আইপিএলের গত ১২ মরশুমে কোনও বিদেশি প্লেয়ার ও বোলারের জন্য় এত টাকা খরচ করেনি কোনও ফ্র্যাঞ্চাইজি, যা খরচ করা হয়েছে কামিন্সের জন্য়।
আইপিএলের ১৩ তম সংস্করণে কামিন্স সাড়ে ১৫ কোটি টাকায় খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। রীতিমতো রীতিমত যুদ্ধ করে কেকেআর ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার স্টার পেসারকে। নিলামে কামিন্সের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। সেখান থেকে তাঁর দর উঠল সাড়ে ১৫ কোটিতে।
আরও পড়ুন-সকলকে এনসিএ হয়েই যেতে হবে, বুমরার ফিটনেস টেস্ট নিয়ে বললেন সৌরভ
অন্য়দিকে বিশ্বকাপের পর বিশ্বকাপের পর বুমরা আর মাঠে নামেননি। পিঠে লোয়ার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় অস্ত্রোপচার হয় তাঁর। আপতত রিহ্য়াব চলছে বুমরার। ভারতীয় ক্রিকেট বোর্ডের রিহ্য়াবিলিটেশন প্রোগ্রামের নিয়ম মেনেই পিঠের অস্ত্রোপচারের পর বুমরা ফিরেছেন নেটে।