Advertisment

কানেরিয়া-কাণ্ডে প্রাক্তন অধিনায়কদের প্রতিক্রিয়া চাইছে পিসিবি

"কানেরিয়া খেলার সময়ে ইনজামাম উল হক, রশিদ লতিফ, ইউনিস খান, মহম্মদ ইউসুফ পাকিস্তানের অধিনায়ক ছিলেন। আখতার কিংবা কানেরিয়া যা বলছে, তাতে এই সময়ে ওঁদের মুখ খোলা উচিত। বোর্ড কেন নিজেকে এর মধ্যে জড়াবে!"

author-image
IE Bangla Web Desk
New Update
Danish Kaneria

দানিশ কানেরিয়া (টুইটার)

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া সংখ্যালঘু হওয়ার কারণে ড্রেসিংরুমেই নির্যাতনের শিকার হতেন, বিস্ফোরক ভঙ্গিতে শোয়েব আখতারের এমন স্বীকারোক্তি নড়িয়ে দিয়েছে ক্রিকেট মহলকে। ঘটনার উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এবার প্রতিক্রিয়া দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির তরফে সাফ জানানো হল, দোষী ক্রিকেটারদের প্রকাশ্য়ে আনা হোক।

Advertisment

পিসিবির এক শীর্ষ কর্তা পাক সংবাদমাধ্যমে মুখ খুলে জানিয়ে দিলেন, "আখতার ও কানেরিয়া দু-জনেই অবসরপ্রাপ্ত ক্রিকেটার। পিসিবির সঙ্গে ওঁরা চুক্তিবদ্ধও নয়। ওঁরা যা খুশি তা বলতেই পারেন। তবে ওঁরা পাকিস্তান কিংবা পাক ক্রিকেটের সিস্টেম নয়, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।" এরপরেই প্রাক্তন অধিনায়কদের এই বিষয়ে মুখ খোলার বার্তা দিয়েছেন সেই কর্তা।

আরও পড়ুন দানিশ কানেরিয়া-কাণ্ডে এবার মুখ খুললেন গম্ভীর

তিনি জানিয়েছেন, "কানেরিয়া খেলার সময়ে ইনজামাম উল হক, রশিদ লতিফ, ইউনিস খান, মহম্মদ ইউসুফ পাকিস্তানের অধিনায়ক ছিলেন। আখতার কিংবা কানেরিয়া যা বলছে, তাতে এই সময়ে ওঁদের মুখ খোলা উচিত। বোর্ড কেন নিজেকে এর মধ্যে জড়াবে!"

আখতার কিংবা কানেরিয়া যদিও পাক ক্রিকেটের একাংশকে পাশে পেয়েছেন। প্রাক্তন দুই তারকা ইকবাল কাশিম, মহসিন খানেরা সরাসরি কানেরিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। কাশিম জানিয়েছেন, "যদি কোনও ক্রিকেটার কানেরিয়াকে ধর্মীয় পরিচয়ের কারণে হেনস্থা করে থাকে, তাহলে তাঁদের নাম প্রকাশ্য়ে আনা হোক।"

আরও পড়ুন হিন্দু বলেই বৈষম্য়ের স্বীকার তিনি, আখতারের অভিযোগ সত্য়ি, জানালেন দানিশ কানেরিয়া

কার্যত একই সুরে মহসিন খান জানিয়েছেন, "ধর্ম, বর্ণ নয়, দলের প্রতি দায়বদ্ধতা এবং ক্রিকেটীয় স্কিলই একজন ক্রিকেটারের পরিচয় হওয়া উচিত।"

২০০০ থেকে ২০১০ সালের মধ্যে পাকিস্তানের জাতীয় দলে খেলেছেন দানিশ কানেরিয়া। অনিল দলপতের পরে দানিশ কানেরিয়া পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। ঘটনাচক্রে, অনিল দলপত আবার দানিশ কানেরিয়ার কাকা হন সম্পর্কে।

তারকা স্পিনার ৬২ ম্যাচে ২৬১টি উইকেট নিলেও কানেরিয়ার ক্রিকেট কেরিয়ারে ইতি নেমে আসে গড়াপেটার অভিযোগে ইসিবি আজীবন তাঁকে নিষিদ্ধ করে দেওয়ায়।

Read the full article in ENGLISH

pakistan Shoaib Akhtar
Advertisment