Advertisment

নিজের পায়ে আর দাঁড়াতেই পারেন না, মানসিকভাবে বিপর্যস্ত পেলে

চলতি বছরের অক্টোবরেই ৮০-তে পা দেবেন ফুটবলের চিরকালের বাদশা। গত কয়েকবছর ধরেই কোমরের সমস্যায় ভুগছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly and Pele

কলকাতায় সৌরভের সঙ্গে পেলে (টুইটার)

একসময় বল পায়ে বিশ্ব শাসন করতেন। কিন্তু একসময় যে পায়ে বিশ্বজয় করেছিলেন, সেই পায়ে আর ভর দিয়ে দাঁড়াতে পারেন না পেলে। নিজের শরীরের কথা ভেবে মানসিকভাবেও ভেঙে পড়েছেন ফুটবল জগতের সম্রাট। কিংবদন্তির এই অবস্থার কথা জানিয়েছেন তাঁর পুত্র এডিনহো। এক সাক্ষাৎকারে পিতার চরম দুরবস্থার কথা প্রকাশ করেছেন তিনি।

Advertisment

চলতি বছরের অক্টোবরেই ৮০-তে পা দেবেন ফুটবলের চিরকালের বাদশা। গত কয়েকবছর ধরেই কোমরের সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে একবার কোমরে অস্ত্রোপচারও করা হয়। তবে নিজের পায়ে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন তিনি। তাই সাম্প্রতিককালে যতবার জনসমক্ষে হাজির হয়েছেন, তাঁকে দেখা গিয়েছে হুইলচেয়ারে করে আসতে।

আরও পড়ুন: ২৬ কেজি ওজন কমালেন সানিয়া! চিনতে পারছেন না আপনজনরাই

ব্রাজিলিয়ান চ্যানেল টিভি গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে পেলে-পুত্র এডিনহো জানিয়েছেন, "উনি একদমই ভেঙে পড়েছেন। হিপ (কোমর) রিপ্লেসমেন্ট করা হয়েছিল ওঁর। তবে পুরোপুরি রিকভার করতে পারেননি। দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন একেবারে। এই বিষয়টিই ওঁকে একদম ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছে।"

পাশাপাশি এডিনহো আরও জানিয়েছেন, "এই নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় রয়েছেন। বেশ অস্বস্তিবোধও রয়েছে। একদমই জনসমক্ষে বেরোতে চান না। বাড়ির মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছেন। কোনওভাবেই বাড়ির চৌহদ্দির বাইরে বেরোবেন না, ঠিক করেছেন। নিজের শারীরিক অবস্থার কারণে বেশ লজ্জিতই তিনি।"

আরও পড়ুন: টি-২০ থেকে অবসরের পথে ওয়ার্নার? তারকা নিজেই জানালেন এই কথা

ফুটবল জগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানা হয় পেলেকে। কেরিয়ারে তিনবার বিশ্বকাপ ট্রফি জিতেছেন। অধিকাংশ সময়ই খেলেছেন ব্রাজিলের স্যান্টোস ক্লাবে। কেরিয়ারের অন্তিম লগ্নে পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্কের কসমস ক্লাবে।

চলতি বছরের গ্রীষ্মেই তিনবার বিশ্বজয়ের পঞ্চাশ বছরের পূর্তি পালন করার কথা কিংবদন্তির। ১৯৭০ সালে মেক্সিকোয় শেষবার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বলা হয়, সত্তরের দশকের সেই ব্রাজিল দলই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল দল।

Read the full article in English

Football FIFA World Cup
Advertisment