আইপিএল নিলামে প্রবীণতম ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন প্রবীণ তাম্বে। কেকেআর ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই স্পিনারকে কিনেছে। তবে প্রবীণ কেকেআরের জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা, তা নিয়েই এবার সংশয় তৈরি হল। বিসিসিআইয়ের গাইডলাইন আনুযায়ী, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের অন্যত্র টি২০ কিংবা টি১০ লিগে খেলতে পারবেন না। জনপ্রিয় ট্যাবলয়েড মিড ডে-র এক প্রতিবেদনেও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
তিনি সেই প্রতিবেদনে জানিয়েছেন, "বিসিসিআইয়ের স্পষ্ট নিয়ম। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথাও অন্য কোনও লিগে অংশগ্রহণ করতে পারেন না। তাঁরা কেবলমাত্র ওয়ান ডে, থ্রি ডে কিংবা চারদিনের ক্রিকেট যেমন কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন। বাংলাদেশে খেলতে হলে বোর্ড এবং সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার অনুমতিপত্র প্রয়োজন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।"
৪৮ বছরের তারকা ক্রিকেটার অবশ্য আইপিএলে নতুন নন। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন। যদিও নিয়ম কানুনের বিষয়ে তাম্বে ভাবিত নন। নতুন দলের জার্সিতে আইপিএলে খেলতে মুখিয়ে তিনি।
আইপিএল নিলামের পরেই সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তাম্বে জানিয়েছিলেন, "যখন খেলতে নামি তখন ২০ বছরের ক্রিকেটারের মানসিকতা নিয়ে মাঠে নামি। নিজের অভিজ্ঞতা, শক্তি দলের মধ্যে সঞ্চারিত করি। প্রথম একাদশে না থাকলেও আমি দলের মধ্যে প্রভাব ফেলতে পারি।"
পাশাপাশি তাম্বে আরও জানিয়েছিলেন, "সমালোচকরা অনেক কথা বলে। তবে এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। সবসময়ে দলের হয়ে কঠোর পরিশ্রম করে থাকি। মাঠে ফিল্ডিং হোক বা বোলিং যে ভূমিকাই দেওয়া হোক না কেন, সবকিছুতেই প্রস্তুত আমি। এমন মানসিকতা না থাকলে এত দীর্ঘ সময় খেলতে পারতাম না। ওদের হয়ে খেলতে আপাতত মুখিয়ে রয়েছি।"
Read the full article in ENGLISH