নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বের সামনে দেশের পতাকা তুলে ধরেছিলেন তিনি। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি উঠেছিল পৃথ্বী শাউয়ের হাতে। বিশ্বজয়ী ভারত অধিনায়ক সে। কিন্তু এহেন পৃথ্বীর আইপিএল অভিষেক হল চোখের জলে। ডেভিড মিলারের ক্যাচ ফসকে কেঁদে ফেলেলেন উনিশ বছরের এই ক্রিকেটার।
সোমবার ফিরোজ শাহ কোটলায় কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। টস জিতে গৌতম গম্ভীর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। রবিচন্দ্রন অশ্বিনের পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান তিনি। ম্যাচের ১৫ তম ওভারে ডেভিড মিলারের শট সোজা এসে পড়ে এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা পৃথ্বীর হাতে। জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে কিছুটা হয়তো নার্ভাস ছিলেন তিনি। অত্যন্ত সহজ ক্যাচটিও দু বারের চেষ্টায় নিতে ব্যর্থ হন পৃথ্বী। ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। বিড়ম্বনার জেরে চোখে জল এসে যায় তাঁর। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন ঋষভ পন্থ।
আরও পড়ুন-আইপিএল ২০১৮: দিল্লির বিরুদ্ধে পাণ্ডিয়া-পোলার্ডের কামাল ক্যাচ
Prithvi Shaw cries after dropping Miller's catchhttps://t.co/o21x9mfTI4
— Faizal Khan (@faizalkhanm9) April 23, 2018
এদিন করুণ নায়ার (৩২ বলে ৩৪) ও ডেভিড মিলার (১৯ বলে ২৬) ছাড়া কোনও ব্যাটসম্যানই এদিন সেভাবে মুখ তুলতে পারেননি। তাঁদের প্রচেষ্টায় ১৪৩ রানেই কিংসদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। জবাবে তীরে এসে তরী ডোবে দিল্লির। চার রানে হারতে হল তাদের ঘরের মাঠে। গম্ভীরদের হয়ে একমাত্র বলার মতো রান করলেন শ্রেয়াস আয়ার। ৪৫ বলে ৫৭ করলেন তিনি।
এবছর আইপিএল নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে থাকা পৃথ্বীকে ১.২ কোটি টাকায় কেনে দিল্লি । শুধুমাত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই পৃথ্বী ভাল পারফর্ম করেননি, ঘরোয়া ক্রিকেটেও তাঁর ব্যাট কথা বলেছে। রঞ্জি ও দলীপ অভিষেক তিনি সেঞ্চুরিতেই স্মরণীয় করে রেখেছেন। কিন্তু আইপিএল-এ তাঁর শুরুটা মোটেই ভাল রাখার মতো হয়নি।
আরও পড়ুন- এটাই কি গম্ভীরের শেষ আইপিএল? ভিডিও দেখুন
গম্ভীরের দিল্লি এই নিয়ে ছ ম্যাচ খেলে একটা মাত্র ম্যাচেই জিততে পেরেছে। মাত্র দু পয়েন্ট পেয়ে লিগ টেবিলের লাস্ট বয় তারা। প্রথম পাঁচ ম্যাচেই পৃথ্বীকে বেঞ্চে বসতে হয়েছে।
সোমবার এই মরশুমে দিল্লি তাদের প্রথম হোম ম্যাচ খেলল। গত ম্যাচের তিন খেলোয়াড়কে পরিবর্তন করত তারা। ড্যান ক্রিশ্চিয়ান, লিয়াম প্লানকেট ও পৃথ্বীরা এলেন ক্রিস মরিস, জেসন রয় ও বিজয় শংকরের পরিবর্তে। অন্য়দিকে পাঞ্জাব ক্রিস গেইলের পরিবর্তে মিলারকে খেলাল।