/indian-express-bangla/media/media_files/2025/09/10/pv-sindhu-2025-09-10-16-29-05.jpg)
ভারতের তারকা মহিলা শাটলার পিভি সিন্ধু
PV Sindhu: হংকং ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে একেবারে হতশ্রী পারফরম্য়ান্স করলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন (Badminton) তারকা পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই হেরে সিন্ধু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। হংকং ওপেনে ভারতীয় মহিলা দল রাউন্ড ৩২-এর প্রথম ম্য়াচে ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। তিন গেমের এই ম্য়াচে সিন্ধু ১-২ ব্যবধানে পরাস্ত হলেন। অন্যদিকে, সিন্ধুর কাছেও এই পরাজয় যে একটা বড়সড় ধাক্কা, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।
India Open & PV Sindhu: বড় চমকের আশা, বিয়ের পর শূন্য থেকে শুরুর স্বপ্নে বিভোর সিন্ধু
প্রথম গেমে জয়লাভ করলেও পরের দুটোয় পরাস্ত সিন্ধু
ডেনমার্কের শাটলার লাইন ক্রিস্টোফারসনের বিরুদ্ধে মহিল সিঙ্গলস ম্য়াচ খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। শুরুটা তিনি বেশ ভালই করেছিলেন। প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয়লাভও করেন। এরপর দ্বিতীয় গেমে ডেনমার্কের শাটলার দুর্দান্ত কামব্যাক করেন। সিন্ধুকে তিনি ১৬-২১ ব্যবধানে হারিয়ে দেন। সেইসঙ্গে এই ম্য়াচে ১-১ ব্যবধানে সমতা ফিরে আসে। তৃতীয় তথা অন্তিম গেমে দুই শাটলারের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ক্রিস্টোফারসনের কাছে ১৯-২১ ব্যবধানে হেরে যান। সেইসঙ্গে হংকং ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান ভারতের এই ব্যাডমিন্টন তারকা। ইতিপূর্বে, এই ২ খেলোয়াড়ের মধ্যে মোট ৩ বার লড়াই হয়েছিল। যেখানে প্রতিবারই সিন্ধু জয়লাভ করেছিলেন।
শেষ ১৬-র টিকিট কনফার্ম করলেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়
ভারতের হয়ে পিভি সিন্ধু ছাড়াও হংকং ওপেনে অংশগ্রহণ করেছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয় এবং কিরণ জর্জ। শেষ ৩২ রাউন্ডে তিনজনই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সেইসঙ্গে পরবর্তী রাউন্ডের টিকিটও তাঁরা কনফার্ম করে ফেলেছেন। এর পাশাপাশি পুরুষদের ডাবলসেও চিরাগ শেঠি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন। শেষ ১৬-য় তাঁরাও নিজেদের নাম লিখিয়ে ফেলেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us