Advertisment

সোয়ার্ৎজম্যানকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে নাদাল

চোটের সম্ভবনা উড়িয়েই কোর্টে ফিরে প্রতিপক্ষকে বধ করেন নাদাল। ম্যাচের শেষে নাদাল বলেন, "কোনও অসুবিধা নেই। আজকের দিন বেশ আর্দ্র। দ্বিতীয় সেটের শেষের দিকে ক্র্যাম্প লেগেছিল। তাই খেলা থামিয়ে লবন নিতে হয়েছিল।"

author-image
IE Bangla Web Desk
New Update
rafael nadal

ফ্ল্যাশিং মেডোয় নাদালের হুংকার (ইউএস ওপেন)

২৪ ঘণ্টা আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেডেরার। বেবি ফেড-এর কাছে হেরে ইউএস ওপেনের সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছেন কিং রজার। তার আগের রাউন্ডে ছিটকে গিয়েছেন নাদালও। তবে ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখলেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্ৎজম্যানকে হারালেন নাদাল। টুর্নামেন্টের ২০ নম্বর বাছাইয়ের বিরুদ্ধে স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪, ৭-৫, ৬-২। তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে সেমিফাইনালে খেলতে হবে ইতালির মাতিও বেরাত্তিনির বিপক্ষে।

Advertisment

যাইহোক, স্প্যানিশ মহাতারকা বৃহস্পতিবার সকালে স্ট্রেট সেটে প্রতিপক্ষকে ওড়ালেও সময় লাগল তিন ঘণ্টার কাছাকাছি। গত বছর হাঁটুর চোটে অন্য আর্জেন্টিনীয় প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পেত্রো-র বিরুদ্ধে খেলার মাঝেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন নাদাল। এবছরেও কোয়ার্টার ফাইনালে সোয়ার্ৎজম্যানের বিরুদ্ধে চোটের ভ্রুকুটি তাড়া করেছিল। তৃতীয় সেট চলাকালীন বাঁ হাতে একবার খেলা থামিয়ে শ্রুশুষা নিতেও দেখা গিয়েছিল।

আরও পড়ুন ভিডিও: ফ্য়ানের সঙ্গে বচসায় জকোভিচ, পরে তাঁকেই জানালেন ধন্য়বাদ!

ট্রফি জয়ের বহু আগেই থামলেন ডকোভিচ, কাঁধের চোটে আচমকা অবসর

তবে চোটের সম্ভবনা উড়িয়েই কোর্টে ফিরে প্রতিপক্ষকে বধ করেন তিনি। ম্যাচের শেষে নাদাল বলেন, "কোনও অসুবিধা নেই। আজকের দিন বেশ আর্দ্র। দ্বিতীয় সেটের শেষের দিকে ক্র্যাম্প লেগেছিল। তাই খেলা থামিয়ে লবন নিতে হয়েছিল।" এরপরে নাদাল আরও জানিয়েছেন, "আমার শরীর ভাল অবস্থায় রয়েছে। মনে হয়না বড়সড় কোনও সমস্যা হয়েছে। তবে এই মুহূর্তে একটু ক্লান্ত। ঘুমোতে হবে। তারপরে আমার বিশ্বাস একদম ঠিকঠাক থাকব।"

এদিনের জয়ে নাদাল কেরিয়ারের ৩৩তম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন। ইতিহাসে এই তালিকায় তিনি তৃতীয়। আগে রয়েছেন কেবল রজার ফেডেরার (৪৫) এবং নোভাক জকোভিচ (৩৬)। যুক্তরাষ্ট্রে ওপেনে প্রাক্তন চ্যাম্পিয়নদের মধ্যে তিনিই আপাতত টিকে রয়েছেন। কোনও সন্দেহ নেই ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জেতার মোক্ষম সুযোগ রয়েছে নাদালের কাছে।

Read the full article in ENGLISH

Rafael Nadal
Advertisment