Rain in IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে শুক্রবার (১৮ এপ্রিল) একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ আয়োজন করা হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলতে নামছে পঞ্জাব কিংস (Punjab Kings)। এই ম্য়াচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু, নির্ধারিত সময় অতিক্রম করে গেলেও, প্রবল বৃষ্টিপাতের কারণে শুরু করা যায়নি এই গুরুত্বপূর্ণ ম্য়াচটি। আশঙ্কা করা হচ্ছে, যদি টানা বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে এই ম্য়াচ বাতিলও করে দেওয়া হতে পারে।
Virat Kohli: কড়া চোখে ধমকের চেষ্টা কোহলির, পালটা জবাব খলিলেরও! দেখুন ভিডিও
বাতিল হতে পারে ম্য়াচ
ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগে থেকেই হালকা বৃষ্টি শুরু হয় চিন্নস্বামী স্টেডিয়ামে। কিন্তু, সময় যত এগোতে থাকে, বৃষ্টির পরিমাণও ততই বাড়তে থাকে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যদি এভাবেই টানা বৃষ্টিপাত হয়, তাহলে হয়ত এই ম্য়াচটা বাতিলও করে দেওয়া হতে পারে। যদিও দুটো দলকেই অন্তত ৫ ওভার করে খেলানোর চেষ্টা করা হবে। আর সেজন্য রাত ১০:৫৬ পর্যন্ত অপেক্ষা করা হবে।
Virat Kohli: IPL-এ দুরন্ত ফর্মে বিরাট, 'এটা আমার অহঙ্কার নয় কিন্তু...!' সাফল্যের রহস্য ফাঁস করলেন কোহলি
জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
স্থানীয় আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার অর্থাৎ ১৮ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা ১৫ শতাংশ রয়েছে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ থাকবে। এই ম্যাচে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। প্রসঙ্গত, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস আয়োজন করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, রাত ১১টা পর্যন্ত আনুমানিক ১৭ শতাংশ বৃষ্টিপাত হবে।
IPL 2025 RR vs RCB Virat Kohli: ব্যাট করতে করতে হঠাৎ কী হল বিরাটের? হৃদস্পন্দন বেড়ে গেল ফ্যানদের, Video ভাইরাল
দেখে নিন হেড-টু-হেড রেকর্ড
এই টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস একে অপরের বিরুদ্ধে মোট ৩৩ ম্য়াচ খেলেছে। এরমধ্যে পঞ্জাব জিতেছে মোট ১৭ বার। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ ম্য়াচে জয়লাভ করেছে। এই ম্য়াচ যদি বৃষ্টির কারণে শেষপর্যন্ত ভেস্তেই যায়, তাহলে আরসিবি-র সামনে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হবে। সেইদিক থেকে বিচার করতে গেলে কিছুটা হলেও বেকায়দায় পড়তে হবে বেঙ্গালুরুকে।
Travis Head RCB Controversy: বাজেভাবে ফাঁসলেন ট্রাভিস হেড, আদালতে হাজির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
যদিও ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুটো দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস এখনও পর্যন্ত হাফ ডজন ম্য়াচ খেলে ফেলেছে। এরমধ্যে দুটো দলই চারটে করে ম্য়াচ জিতেছে। ফলে বৃষ্টির কারণে আজকের ম্য়াচটা ভেস্তে গেলেও, চলতি মরশুমের নিরিখে কোনও দলের উপরই তেমন প্রভাব পড়বে না। কারণ দুই দলের মধ্যেই পয়েন্ট সমানভাবে ভাগ করে দেওয়া হবে।