/indian-express-bangla/media/media_files/2025/04/19/9JLngyEzgQXjScNgICow.jpg)
বিরাট কোহলি এবং রজত পতিদার
Rajat Patidar on RCB Loss: শুক্রবার (১৮ এপ্রিল) ২০২৫ আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নস্বামী স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। বৃষ্টির কারণে এই ম্য়াচ ২০ ওভারের বদলে ১৪ ওভার করে খেলা হয়। শেষপর্যন্ত আরসিবি ৫ উইকেটে এই ম্য়াচটা হাতছাড়া করেছে।
টস জিতে পঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আরসিবি ব্রিগেডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানানো হয়। এই ম্য়াচে বেঙ্গালুরু অধিনায়ক তথা ব্যাটার রজত পতিদার এক নয়া ইতিহাস কায়েম করেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই নজির স্থাপন করলেন।
ইতিহাস লিখলেন রজত পতিদার
এই ম্য়াচে রজত পতিদার আইপিএল টুর্নামেন্টে ১ হাজার রান পূরণ করলেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পতিদার এই টুর্নামেন্টে ৩৫-এর বেশি ব্যাটিং গড় এবং ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে এই ১ হাজার রান পূরণ করলেন।
যদিও এই ম্য়াচে রজত খুব একটা বড় রানের ইনিংস খেলতে পারেননি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ইতিমধ্যে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এই ইনিংসে তিনি একটি মাত্র চার এবং একটাই ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ১২৭.৭৭ স্ট্রাইক রেটে এই ম্য়াচে ব্যাট করেন রজত পতিদার।
Virat Kohli Angry: ক্যাচ ফসকাতেই রেগে আগুন বিরাট, মাঠেই ঘটালেন এমন কাণ্ড! ভাইরাল ভিডিও
এক নজরে ম্য়াচের ফলাফল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করল পঞ্জাব কিংস (Punjab Kings)। এই ম্য়াচে শ্রেয়স আইয়ারের দল ৫ উইকেটে জয়লাভ করেছে। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে পঞ্জাব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এটাই ছিল শ্রেয়সের মাস্টারস্ট্রোক। ১৪ ওভারে বেঙ্গালুরু ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে। বিরাট কোহলি (Virat Kohli) মাত্র ১ রান করে ফিরে যান।
পঞ্জাবের শুরুটা অবশ্য তুলনামূলক ভাল হয়েছিল। প্রথম উইকেটে তারা ২২ রানের পার্টনারশিপ গড়ে তোলে। এরপর মিডল ওভারে জস ইংলিশ (১৪) এবং নেহাল বঢেরা (৩৩) দায়িত্ব তুলে নেন। শেষপর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয় পঞ্জাব। ৭ ম্য়াচে ১০ পয়েন্ট সংগ্রহ করে শ্রেয়সরা আপাতত লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
Arshdeep Singh Record: প্রথম ওভারেই ইতিহাস আর্শদীপের, বোঝালেন কেন তিনি 'সিং ইজ কিং'?
ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার বললেন, 'শুরুর দিকে বল কিছুটা হলেও থমকে আসছিল। এই উইকেটে একটা দ্বিমুখী গতি ছিল। তবে আমি মনে করি যে আমরা আরও ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারতাম। একটা বড় রান খাড়া করতে গেলে পার্টনারশিপ দরকার হয়। কিন্তু, এই ম্য়াচে আমরা নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছি। এই কন্ডিশনের দিকে তাকিয়ে পাডিক্কলকে আমরা এই ম্য়াচে খেলাইনি। কিন্তু, উইকেট অতটাও খারাপ ছিল না।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই উইকেটটা অনেকক্ষণ ঢাকা ছিল। আর সেকারণেই পঞ্জাব সুবিধা পেয়েছে। এই জয়ের সম্পূর্ণ কৃতিত্বটাই ওদের। আমাদের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। এই বোলিং ডিপার্টমেন্টের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। তবে ব্যাটিং ডিপার্টমেন্ট আমাদের আরও উন্নত করতে হবে।'