Ranjan Bhattacharya: 'উচিত হয়নি, ভুল করেছি...', অবশেষে ক্ষমাই চাইলেন রঞ্জন ভট্টাচার্য

Ranjan Bhattacharya: অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে অবশেষে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। রবিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

Ranjan Bhattacharya: অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে অবশেষে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। রবিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Ranjan Bhattacharya (1)

সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য

Ranjan Bhattacharya: অবশেষে নতি স্বীকার করলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। চলতি কলকাতা ফুটবল লিগের (CFL 2025-26) সূচি নিয়ে তিনি যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন। আর সেকারণেই কয়েকদিন আগে তিনি সাংবাদিকদের সামনে IFA-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। ইন্ডিয়ান ফুটবল (Football) অ্যাসোসিয়েশনের সচিব অনির্বাণ দত্ত এই বিষয়টা একেবারেই ভালভাবে গ্রহণ করতে পারেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হয় এই মন্তব্যের কারণে রঞ্জন ভট্টাচার্যকে সাংবাদিক বৈঠক করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেক্ষেত্রে তাঁকে ২ ম্য়াচ নির্বাসিত করা হবে। আর যদি ক্ষমা না চান, তাহলে গোটা মরশুম তাঁকে সাসপেন্ড করে দেওয়া হবে।

Advertisment

Ranjan Bhattacharya IFA Controversy: আদৌ ক্ষমা চাইবেন রঞ্জন ভট্টাচার্য? অবমাননাকর মন্তব্য বিতর্কে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

চাইলেন নিঃশর্ত ক্ষমা

Advertisment

এই পরিস্থিতিতে রবিবার (১০ অগাস্ট) কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন, 'গত ৫ তারিখ কাস্টমসের বিরুদ্ধে যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল, সেখানে ম্য়াচের একেবারে শেষবেলায় আমরা একটা গোল হজম করেছিলাম। এরপর আর নিজের মাথা ঠিক রাখতে পারিনি। এক নম্বর থেকে দুইয়ে আমরা নেমে এসেছিলাম। এরপর যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাই, তখন উত্তেজনার কারণে কিছু ভুল কথা বলে ফেলি। এটা একেবারেই বলা উচিত হয়নি। আইএফএ-র প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। যেটা বলেছি, তা একেবারেই ভুলবশত এবং অনভিপ্রেত।'

East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের

চক্রান্তের অভিযোগ করেছিলেন সুরুচি সংঘের কোচ

কী বলেছিলেন রঞ্জন ভট্টাচার্য? কাস্টমস বনাম সুরুচি সংঘের ওই ম্য়াচের পর তিনি বলেছিলেন, 'গত ম্য়াচ আমরা কবে খেলেছিলাম, সেটাই ভুলে গিয়েছি। সবাই সাতটা করে ম্য়াচ খেলে ফেলল। সেখানে আমরা আজ ষষ্ঠ ম্য়াচ খেললাম। যাইহোক, এগুলো মেনে নিয়েই চলতে হবে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য IFA একেবারে পিছনে পড়ে রয়েছে। আমাকে একটা কথা বুঝিয়ে দিক, কীভাবে অন্য দলগুলো যেখানে সাতটা করে ম্য়াচ খেলে ফেলল, আর আমরা পাঁচে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মোমেন্টাম নষ্ট করার জন্য সত্যিই একটা চক্রান্ত চলছে।'

Calcutta Football League: কবে কোথায় কখন দেখবেন কলকাতা ফুটবল লিগ? জেনে নিন এখনই

আমি দুঃখিত এবং অনুতপ্ত: রঞ্জন ভট্টাচার্য

তবে রবিবাসরীয় সাংবাদিক বৈঠকে সুরুচি সংঘের কোচ বললেন, 'ওই ম্য়াচে পরাজয়ের পর আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। সেকারণেই অমন কথা বলে ফেলেছি। এটা আমার একেবারেই উচিত হয়নি। আমি কখনই কাউকে আঘাত দিয়ে কোনও কথা বলি না। যেটা বলেছি সেটা একেবারেই অনিচ্ছাকৃত। এই ঘটনার জন্য আমি দুঃখিত এবং অনুতপ্ত।' কিন্তু, প্রশ্ন হল রঞ্জন ভট্টাচার্য নিঃশর্ত ক্ষমা চাইলেও, তাঁর উপর থেকে কি ২ ম্য়াচের নির্বাসন উঠে যাবে? এই প্রসঙ্গে সুরুচি সংঘের সচিব তথা আইএফএ সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস বললেন, 'সুরুচির পক্ষ থেকে এই নির্বাসন তুলে নেওয়ার জন্য IFA-র কাছে অনুরোধ করা হবে। এরপর যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটাই আমরা মাথা পেতে নেব।'

Football CFL 2025-26 Ranjan Bhattacharya