Ranjan Bhattacharya: কয়েকদিন আগে সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য আইএফএ-র বিরুদ্ধে চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছিলেন। এই ব্যাপারটা একেবারে মেনে নিতে পারেননি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বাণ দত্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রঞ্জন ভট্টাচার্যকে সাংবাদিক বৈঠক করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেক্ষেত্রে তিনি ২ ম্য়াচ নির্বাসিত থাকবেন। আর যদি নিঃশর্ত ক্ষমা না চান, সেক্ষেত্রে গোটা মরশুম সাসপেন্ড থাকতে হবে। এই পরিস্থিতিতে রঞ্জন ভট্টাচার্য আদৌ ক্ষমা চাইবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়ে গিয়েছে।
কী নিয়ে ঝামেলার সূত্রপাত?
গত ৫ অগাস্ট কাস্টমসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সুরুচি সংঘ। এই ম্য়াচ শেষ হওয়ার পর চলতি কলকাতার ফুটবল লিগের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রঞ্জন ভট্টাচার্য। বলেন, 'গত ম্য়াচ আমরা কবে খেলেছিলাম, সেটাই ভুলে গিয়েছি। সবাই সাতটা করে ম্য়াচ খেলে ফেলল। সেখানে আমরা আজ ষষ্ঠ ম্য়াচ খেললাম। যাইহোক, এগুলো মেনে নিয়েই চলতে হবে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য IFA একেবারে পিছনে পড়ে রয়েছে। আমাকে একটা কথা বুঝিয়ে দিক, কীভাবে অন্য দলগুলো যেখানে সাতটা করে ম্য়াচ খেলে ফেলল, আর আমরা পাঁচে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মোমেন্টাম নষ্ট করার জন্য সত্যিই একটা চক্রান্ত চলছে।'
East Bengal FC News: দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ
রঞ্জন ভট্টাচার্যের উপর নির্বাসনের খাঁড়া
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার IFA-র দফতরে রঞ্জন ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। এমনকী, এমন অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন রঞ্জন ভট্টাচার্য। অন্তত, এমনটাই শোনা গিয়েছে। কিন্তু, বিষয়টা নিয়ে আইএফএ একেবারেই নমনীয় হতে নারাজ। সব শুনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিদান দিয়েছেন, 'যেহেতু সংবাদমাধ্যমের সামনে উনি এমন অবমাননাকর মন্তব্য করেছিলেন, সেকারণে সংবাদমাধ্যমের সামনেই ওঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেক্ষেত্রে দুটো ম্য়াচ সাসপেন্ড থাকতে হবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি রঞ্জন ভট্টাচার্য নিঃশর্ত ক্ষমা না চান, সেক্ষেত্রে এই মরশুমে ওঁকে নির্বাসিত করা হবে।'
East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের
আদৌ নিঃশর্ত ক্ষমা চাইবেন রঞ্জন ভট্টাচার্য?
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, সংবাদমাধ্যমের সামনে আদৌ নিঃশর্ত ক্ষমা চাইবেন রঞ্জন ভট্টাচার্য? কারণ তিনি যে যুক্তি দেখিয়েছেন, সেটা নেহাতই ফেলে দেওয়ার মতো নয়। সুরুচি সংঘের সপ্তম রাউন্ডে পাঠচক্রের বিরুদ্ধে জিততে না পারলে, সুপার সিক্সের লড়াই বেশ কঠিন হয়ে যেত। পাঠচক্র এবং সুরুচি সংঘের এই ম্য়াচের পর চতুর্থ রাউন্ডের একটি বাতিল ম্য়াচ দেওয়া হয়েছিল। এটাকেই তিনি IFA-র 'ষড়যন্ত্র' বলে উল্লেখ করেন। প্রশ্ন তুলেছিলেন, চতুর্থ রাউন্ডের ক্রমপর্যায় কেন সঠিকভাবে মানা হল না? এই ব্যাপারে তিনি বৃহস্পতিবারের বৈঠকেও আলোচনা করেন। সূত্রের খবর, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই কঠিন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। জানিয়েছেন, ক্লাবের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন। যদি রফাসূত্র না বেরোয়, সেক্ষেত্রে হয়ত চলতি কলকাতা ফুটবল লিগে আর কোচিং করাবেন না।