/indian-express-bangla/media/media_files/2025/06/03/QmZ54ZxIF0HflNaw93MT.jpg)
IPL 2025: শুরু হয়ে গেল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলতে নেমেছে পঞ্জাব কিংস (Punjab Kings)। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। টস জিতে পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফাইনাল ম্য়াচে টস প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। টস হওয়ার পর তিনি একটি মারাত্মক ভুল করে ফেলেন। আসলে তিনি ভুলবশত বলে ফেলেন পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
IPL Trophy Details: আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে? জানলে আপনিও অবাক হবেন
মুহূর্তের মধ্যে তিনি নিজের ভুল বুঝতে পারেন। আর সেটা শুধরেও নেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এমনকী, শ্রেয়স আইয়ারও হেসে ফেলেন। আইপিএল টুর্নামেন্টের উপর নজর থেকে গোটা ক্রিকেট বিশ্বের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ক্রিকেটের এত বড় একটা মঞ্চে এমন ভুল একেবারেই মেনে নেওয়া যায় না। ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।
দেখে নিন সেই ভিডিও:
Be like Ravi Shastri 🙂#IPLFinals#PBKSvsRCB#RCBvPBKS#iplfinal2025#ravishastripic.twitter.com/T7DfAFx1gW
— ۟🐦 (@ujellybru) June 3, 2025
যাইহোক টস জেতার পর পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বললেন, 'আমার কাছে এই ম্য়াচের আলাদা কোনও গুরুত্ব নেই। এটা আর পাঁচটা সাধারণ ম্য়াচের মতোই একটা ম্য়াচ। তবে এটা ফাইনাল। আমরা ফাইনালের কথা মাথায় রেখেই লড়াই করব। আমি তো ইতিমধ্যেই দেখতে শুরু করেছি যে এই ট্রফিটা হাতে তুলছি। এটাই আপাতত আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার শুধু মাঠে নামব এবং পরিকল্পনা অনুসারে খেলব।'
IPL Final 2025, RCB vs PBKS Live Score: প্রথম ধাক্কা খেল বেঙ্গালুরু, চালিয়ে খেলতে গিয়ে আউট সল্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশ:
ফিল সল্ট, বিরাট কোহলি, ময়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল এবং জস হ্যাজেলউড।
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
পঞ্জাব কিংসের প্রথম একাদশ:
প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জস ইংলিশ, নেহাল বঢেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়েনিস, বিজয়কুমার বৈশাখ, আজমতউল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।