আলিবাগে শাহরুখ-রবিনার সঙ্গে রবি শাস্ত্রী

বিরাট কোহলিদের কোচ সময় কাটালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী রবিনা ট্য়ান্ডনের সঙ্গে। পাশে পেলেন ব্য়বসায়ী গৌতম সিংঘানিয়াকে।

বিরাট কোহলিদের কোচ সময় কাটালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী রবিনা ট্য়ান্ডনের সঙ্গে। পাশে পেলেন ব্য়বসায়ী গৌতম সিংঘানিয়াকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravi Shastri shares image with Shahrukh Khan, Raveena Tandon

আলিবাগে শাহরুখ-রবিনার সঙ্গে রবি শাস্ত্রী

দশকের শেষ দিনে ভারতীয় দলের ক্রিকেটাররা নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন নিজেদের মতো করে। হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে তিনি এমএস ধোনির সঙ্গে পার্টি করছেন। অন্য়দিকে জসপ্রীত বুমরা ভারতীয় দলে তাঁর যাত্রা ফিরে দেখলেন। তবে টিম ইন্ডিয়ার হেড স্য়ার রবি শাস্ত্রীকে পাওয়া গেল একদম অন্য় মুডে।

Advertisment

বিরাট কোহলিদের কোচ সময় কাটালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী রবিনা ট্য়ান্ডনের সঙ্গে। পাশে পেলেন ব্য়বসায়ী গৌতম সিংঘানিয়াকে। শাস্ত্রী ছবিতেই বলে দিয়েছেন যে, তাঁরা রয়েছেন আলিবাগে। এই জায়গা স্বর্গীয় বলেই ব্য়াখ্য়া করলেন তিনি। লিখলেন, "আলিবাগ স্বর্গ। আমাদের সময়ের কিছু দুর্দান্ত মাথাদের সঙ্গে অসাধারণ সময় কাটালাম।"

আরও পড়ুন-শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌরভ

Advertisment

আরও পড়ুন-কুম্বলের সঙ্গে ছবি দিলেন শাস্ত্রী, পরিণতি হলো ভয়ঙ্কর

টিম ইন্ডিয়ার সঙ্গে শাস্ত্রীও রয়েছেন সাময়িক ব্রেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ করার পর আর মাঠে নামেননি কোহলিরা। আগামী বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ দিয়ে ক্য়ালেন্ডার বর্ষ শুরু ভারতের।লাসিথ মালিঙ্গারা ফিরে যাওয়ার পর পাঁচ দিনের বিরতি পাবেন রবি শাস্ত্রীর শিষ্য়রা।

আরও পড়ুন-শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কবে আর কোথায় খেলবে? দেখে নিন সূচি

এরপর অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া আসছে ভারতে ওয়ানডে সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা শেষ করেই ভারত পাড়ি দেবে নিউজিল্য়ান্ডে। পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন বিরাটরা। দেশে ফিরে বিরাটরা ভারতে আমন্ত্রণ জানাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মার্চে খেলা হবে ওয়ানডে সিরিজ।

sharukh khan