India vs Bangladesh: নেটে হাত ঘুরিয়ে সোশালে চূড়ান্ত ট্রোলড হলেন রবি শাস্ত্রী

সোশাল মিডিয়ায় অন্য়তম চর্চিত নাম রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে প্রায়ই ট্রোল আর মিমে ছেয়ে যায় টুইটার। এবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের আগেই ট্রোলের শিকার হলেন বিরাট কোহলিদের হেডস্য়ার।

সোশাল মিডিয়ায় অন্য়তম চর্চিত নাম রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে প্রায়ই ট্রোল আর মিমে ছেয়ে যায় টুইটার। এবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের আগেই ট্রোলের শিকার হলেন বিরাট কোহলিদের হেডস্য়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravi Shastri's Twitter post triggers social media trolls again

নেটে হাত ঘুরিয়ে সোশালে চূড়ান্ত ট্রোলড হলেন রবি শাস্ত্রী (ছবি-টুইটার, রবি শাস্ত্রী)

সোশাল মিডিয়ায় অন্য়তম চর্চিত নাম রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে প্রায়ই ট্রোল আর মিমে ছেয়ে যায় টুইটার। এবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের আগেই ট্রোলের শিকার হলেন বিরাট কোহলিদের হেডস্য়ার।

Advertisment

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নেটে হাত ঘোরানোর এক জোড়া ছবি টুইটারে পোস্ট করেছিলেন শাস্ত্রী। ছবিতে ক্য়াপশন দিয়েছিলেন, "ওল্ড হ্য়াবিটস ডাই হার্ড"। এই ছবি দেখার পরেই নেটিজেনরা তাঁকে নিয়ে হাসিঠাট্টায় মেতে ওঠেন।

দেখুন টুইটার শাস্ত্রীর ছবি দেখে কী বলছে!

Advertisment

আরও পড়ুন-India vs Bangladesh: ঘরের মাঠে ২৫০ টেস্ট উইকেট অশ্বিনের, যুগ্মভাবে দ্রুততম হয়ে নজির

আরও পড়ুন-India vs Bangladesh: শামি-অশ্বিনদের দাপটে ১৫০-এ অল আউট বাংলাদেশ

সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্য়াচ চলাকালীন শাস্ত্রীকে ড্রেসিংরুমে ঘুমাতে দেখা গিয়েছি। সেই ছবিও নেটে ভাইরাল হয়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক কথা হয়।

Bangladesh India