Ashwin Ball Tampering: ফের নয়া বিতর্কে অশ্বিন, বিস্ফোরক অভিযোগে নিষিদ্ধ হতে পারেন তারকা ক্রিকেটার

Ashwin Ball Tampering Controversy: ডিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক এবং টুর্নামেন্টের অন্যতম বড় খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে সিচেম মাদুরাই প্যান্থার্স।

Ashwin Ball Tampering Controversy: ডিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক এবং টুর্নামেন্টের অন্যতম বড় খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে সিচেম মাদুরাই প্যান্থার্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ashwin Ball Tampering: রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে সিচেম মাদুরাই প্যান্থার্স

Ashwin Ball Tampering: রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে সিচেম মাদুরাই প্যান্থার্স

Ravichandran Ashwin Ball Tampering Case: ফের নয়া বিতর্কে রবিচন্দ্রণ অশ্বিন। মহিলা আম্পায়ারের সঙ্গে কুৎসিত আচরণের পর এবার বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL) এক বড় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ডিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক এবং টুর্নামেন্টের অন্যতম বড় খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে সিচেম মাদুরাই প্যান্থার্স। TNPL 2025 মরশুমের ১১তম ম্যাচে, ১৪ জুন এই অভিযোগ ওঠে, যেখানে ডিন্ডিগুল মাদুরাইকে ৯ উইকেট এবং ৪৫ বল হাতে রেখেই সহজে পরাজিত করে।

Advertisment

তবে ম্যাচের পরে, মাদুরাই প্যান্থার্সের সিইও ডি পূজা TNPL কর্তৃপক্ষকে একটি চিঠি লিখে অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, অশ্বিন একটি রাসায়নিক মেশানো তোয়ালে ব্যবহার করে বলের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ছলচাতুরি করেছেন, যাতে তাঁর দল বেআইনিভাবে সুবিধা পায়। চিঠিতে ডি পূজা লেখেন, "ডিন্ডিগুল ড্রাগনসের বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক ম্যাচে বল বিকৃতির একটি গুরুতর ঘটনা সামনে এসেছে। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও, ডিন্ডিগুলের খেলোয়াড়রা একটি রাসায়নিক প্রয়োগ করা তোয়ালে ব্যবহার করেছে, যা আমরা অনৈতিক বলেই মনে করি। আমাদের প্রযুক্তি টিম বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা বলের সঙ্গে সম্ভাব্য অন্য কোনও ছলচাতুরির দিকও খতিয়ে দেখছে। আমরা শীঘ্রই একটি বিস্তারিত রিপোর্ট জমা দেব।”

আরও পড়ুন মহিলা আম্পায়ারকে গালাগাল করে বিতর্কে, ম্যাচ রেফারি 'সবক' শেখালেন অশ্বিনকে

Advertisment

যদিও TNPL নিয়ম অনুযায়ী কোনও ম্যাচের বিষয়ে অভিযোগ জানানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হয়, তবুও মাদুরাইয়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে, যা দেখবে মাদুরাই প্যান্থার্সের কাছে অশ্বিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে কি না। যদি অভিযোগ প্রমাণিত না হয়, তবে মাদুরাই ফ্র্যাঞ্চাইজির উপরই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

TNPL-এর সিইও প্রসন্ন কানন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তা গ্রহণ করেছি। যদিও ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানানো বাধ্যতামূলক, তবুও আমরা তাদের বক্তব্য গুরুত্ব সহকারে নিয়েছি এবং প্রমাণ পেশ করতে বলেছি। যদি অভিযোগে সত্যতা থাকে, তবে আমরা একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করব। তবে প্রমাণ ছাড়া এভাবে কোনও খেলোয়াড় বা দলের বিরুদ্ধে অভিযোগ তোলা একদমই অনুচিত। যদি তারা কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে মাদুরাইয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন মহিলা আম্পায়ার পিঠ দেখাতেই ফেটে পড়লেন অশ্বিন, দিলেন যাচ্ছেতাই গালাগাল, VIDEO VIRAL

বল বিকৃতির জন্য তোয়ালের ব্যবহার প্রসঙ্গে কানন বলেন, “প্রতিটি দলকে TNPL কর্তৃপক্ষের দেওয়া তোয়ালেই ব্যবহার করতে হয় বল শুকোনোর জন্য। যখনই ছক্কা হয় বা উইকেট পড়ে কিংবা ওভার বিরতির সময়, তখন আম্পায়াররা নিয়মিত বল পরীক্ষা করেন। ওই ম্যাচেও তারা বলের মধ্যে কোনও অস্বাভাবিক কিছু পাননি। তবুও, আমরা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব।”

Ball tampering Ravichandran Ashwin