Ravindra Jadeja wife vs father: সর্বভারতীয় প্রচারমাধ্যমের এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজার পিতা অনিরুদ্ধ (Anirudhsinh) জাদেজা পারিবারিক অশান্তির জন্য প্রকাশ্যে বউমা রিভাবাকে দায়ী করেছিলেন। এর পরেই নিজের বাবাকে একহাত নিলেন তারকা অলরাউন্ডার।
দিব্যা ভাস্কর-এ জাদেজার পিতা বলেছিলেন, "একটা সত্যি কথা বলব? আমার সঙ্গে একদমই রবীন্দ্র এবং ওঁর বউয়ের কোনও সম্পর্ক নেই। ওঁরা আমাকে খোঁজে না। আমিও ওঁদের খুঁজি না। বিয়ের দুই-তিন মাস পরেই সমস্যার সূত্রপাত হয়। আমি এখন জামনগর-এ একাই থাকি। রবীন্দ্র বউয়ের সঙ্গে আলাদা এক বাংলোয় থাকে। একই শহরে আমরা থাকি। তবে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। জানি না বউ ওঁকে কী জাদু করেছে!"
আরও পড়ুন: হাজার বার বলো জয় শ্রী রাম! ধর্মান্ধদের তুলোধোনা করে রামের জয়গান শামির গলায়
এরপরেই জাদেজা সোশ্যাল মিডিয়া পোস্টে বাবাকে একহাত নেন। গুজরাটিতে লেখা সেই পোস্টে জাদেজা নিজের বাবার কাছে অনুরোধ করেন পুত্রবধূর ভাবমূর্তিতে আঘাত না হানার জন্য। অলরাউন্ডার লেখেন, "দিব্যা ভাস্কর-কে দেওয়া দ্বর্থবোধক এই সাক্ষাৎকার পুরোপুরি মিথ্যা এবং যুক্তিহীন। এগুলো একপাক্ষিক মন্তব্য যেটা আমি পুরোপুরি নাকচ করছি। যেভাবে আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেটা বেঠিক এবং নিন্দনীয়। আমিও অনেক কিছু বলতে পারি। তবে সেটা প্রকাশ্যে বলা ঠিক হবে না।"
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তারকা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য। তবে রাজকোটে ঘরের মাঠে তিনি খেলতে পারেন। জাদেজার স্ত্রী রিভাবা বর্তমানে জামনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। জাদেজার স্ত্রী ভোটে হারিয়েছিলেন ননদ নায়নাবাকে। যিনি কংগ্রেসের টিকিটে লড়েছিলেন।
জাদেজার বাবা বড় অভিযোগে বলেন, "ও আমার সন্তান। এটাই হৃদয়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ওঁকে যদি বিয়ে না দিতাম ভালো হত। ও ক্রিকেটার না হলেই ভালো হত। এতে এত সমস্যার মুখোমুখি হতে হত না আমাদের।"
"বিয়ের কয়েকদিনের মধ্যেই জাদেজার স্ত্রী পুরো সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করে দিতে বলে। পরিবারে অশান্তি লাগিয়েছে ও। এই পরিবারের সঙ্গে থাকতে চাইনি রিভাবা। নিজের মত থাকতে চেয়েছে। আমি ভুল হতে পারি, নানাবা (জাদেজার বোন) ভুল হতে পারে। তবে একই পরিবারের ৫০ জন একসঙ্গে কীভাবে ভুল হতে পারে। পরিবারের কারোর সঙ্গে কারোর কোনও সম্পর্ক নেই। পুরোটাই বিদ্বেষ থেকে হয়েছে। কোনও বিষয় আড়াল করতে চাই না। নিজের নাতনির মুখ দেখিনি আজ পাঁচ বছর হয়ে গেল।"