একদিন আগেই তোলপাড় ফেলা খবরে জানানো হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য রবীন্দ্র জাদেজা অবসর নিতে পারেন টেস্ট থেকে। সেই জল্পনার মুখে দাঁড়িয়ে এবার তারকা অলরাউন্ডার বুধবার জোড়া টুইট করলেন।
প্ৰথম ছবিতে স্রেফ কালো ব্যাকগ্রাউন্ডে লেখা, "ভুয়ো বন্ধুরা জল্পনায় বিশ্বাস করে। সত্যিকারের বন্ধুরা তোমাকে বিশ্বাস করে।" কয়েকদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাতে চোটের কারণে মুম্বই টেস্টে নামতে পারেননি তারকা। পুরোপুরি চোটমুক্ত না হওয়ার কারণেই আবার জাদেজা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলতে পারছেন না। তাঁকে রাখা হয়নি টেস্ট সিরিজের ঘোষিত স্কোয়াডে। জাদেজা ছাড়াও প্রোটিয়াজ সফরে যেতে পারছেন না শুভমান গিল, রোহিত শর্মা, অক্ষর প্যাটেলরা।
যাইহোক, বুধবার জাদেজার একাউন্ট থেকে দ্বিতীয় ছবিতে তারকা টেস্ট দলের জার্সিতে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, "দীর্ঘপথ পাড়ি দেওয়া বাকি।"
একদিন আগে তোলপাড় ফেলা দৈনিক জাগরনের প্রতিবেদনে বলা হয়েছিল, জাদেজা টেস্টে সম্ভবত আর খেলবেন না। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও তাঁকে দেখা যাবে না। টেস্টে অবসর নিয়ে সীমিত ওভারের কেরিয়ার দীর্ঘমেয়াদি করাই ওঁর উদ্দেশ্য। এমন প্রেক্ষিতেই জাদেজা যেন সরাসরি সেই দাবি উড়িয়ে বার্তা দিলেন, এখনই অবসরের চিন্তা নেই তাঁর। অনেকদিন খেলবেন।
আরও পড়ুন: সৌরভের বক্তব্য সরাসরি খন্ডন! ভারতীয় ক্রিকেটে দাবানল জ্বালিয়ে পাল্টা কোহলির
বুধবার সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়ে দিয়েছেন, "জাদেজা বরাবর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সমস্ত বিভাগে ও অবদান রাখে। আমাদের দলে প্রতিভার খামতি নেই। জাদেজা না থাকলেও আমাদের বেঞ্চ স্ট্রেন্থ যথেষ্ট শক্তিশালী। দলে এমন পরিবেশ রয়েছে যে নতুনরা এই সুযোগে দারুণভাবে নিজেদের মেলে ধরতে পারবে।"
এখনও পর্যন্ত ৩৩ বছরের তারকা অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ৫৭ টেস্ট খেলেছেন। ৩৩.৭৬ গড়ে করেছেন ২১৯৫ রান। ব্যাট হাতে সর্বোচ্চ স্কোর ১০০ নট আউট। বল হাতে ২৫-এরও কম গড়ে ২৩২ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ২.৪১।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন