Advertisment

জামাইকা থেকে অর্জুন পুরস্কারের জন্য ধন্যবাদ জ্ঞাপন জাদেজার, দেখুন ভিডিও

একদিন আগেই অর্জুন পুরস্কার পেয়েছেন। তিনি সশরীরে অবশ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারেননি রাইসিনা হিলসে গিয়ে। তবে সরকারিভাবে বৃহস্পতিবারেই রাষ্ট্রপতি ভবন থেকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে দেশের ক্রীড়াবিদদের।

author-image
IE Bangla Web Desk
New Update
RAVINDRA JADEJA

অর্জুন পুরস্কার পেলেন জাদেজা (টুইটার)

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন পারফরম্যান্স করে চলেছেন। তারই স্বীকৃতি অর্জুন পুরস্কার। তারপরেই রবীন্দ্র জাদেজা টুইট-ভিডিওতে জানিয়ে দিলেন, "কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ আমাকে অর্জুন পুরস্কারে ভূষিত করার জন্য। অন্যান্য পুরস্কার প্রাপকদেরও শুভেচ্ছা জানাতে চাই। নিজেদের ক্ষেত্রে তাঁরা দুরন্ত অবদান রেখেছেন।"

Advertisment

একদিন আগেই অর্জুন পুরস্কার পেয়েছেন। তিনি সশরীরে অবশ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারেননি রাইসিনা হিলসে গিয়ে। তবে সরকারিভাবে বৃহস্পতিবারেই রাষ্ট্রপতি ভবন থেকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে দেশের ক্রীড়াবিদদের। তিনি রাষ্ট্রপতি ভবনে থাকতে না পারলে কি হবে, সূদূর জামাইকা থেকেই ভিডিও বার্তায় জানিয়ে দিলেন নিজের অনুভূতি।

আরও পড়ুন পুরস্কার হবে অনুপ্রেরণা, খেলরত্ন নিয়ে জানিয়ে দিলেন দীপা মালিক

জাদেজার সেই ভিডিও আবার বিসিসিআই নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। জাদেজা বলছেন, "যখনই জাতীয় দলের জার্সিতে খেলি, তখনই আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাব কীভাবে জাতীয় দলের সুনাম রক্ষা করা যায়। দলকে সবসময়ে জেতানোর প্রচেষ্টা জারি রাখব। সবসময়েই দেশকে গর্বিত করার প্রয়াস চালাব।"

শুক্রবারেই জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় টেস্টে খেলতে নামবেন জাদেজা। তার আগের দিনই অর্জুন পুরস্কার প্রাপ্তি। জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে দেশের জার্সিতে ফের একবার মন কাড়া পারফরম্যান্স মেলে ধরতে পারবেন তারকা, সেটাই আপাতত দেখার।

জাদেজা ছাড়াও যাঁরা জাতীয় পুরস্কার পেলেন:

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার: দীপা মালিক (প্যারা অ্যাথলেটিক্স), বজরং পুনিয়া (কুস্তি)

অর্জুন পুরস্কার: মহম্মদ আনাস ইয়াহিয়া (অ্যাথলেটিক্স), গুরপ্রীত সিং সান্ধু (ফুটবল), সোনিয়া লাথার (বক্সিং), চিঙ্গলেনসানা সিং (হকি), এস ভাস্করণ (দেহ সৌষ্ঠব), অজয় ঠাকুর (কবাডি), অঞ্জুম মুদগিল (শ্যুটিং), সাই প্রণীথ (ব্যাডমিন্টন), তাজিন্দর পাল সিং তুর (অ্যাথলেটিক্স), প্রমোদ ভগৎ (প্যারা স্পোর্টস ব্য়াডনমিন্টন), হরমীত রাজুল দেশাই (টেবিল টেনিস), পূজা ধান্দা (কুস্তি), ফুয়াদ মির্জা (ইকুয়েস্ট্রিয়ান), সিমরন সিং শেরগিল (পোলো), পুনম যাদব (ক্রিকেট), স্বপ্না বর্মণ (অ্যাথলেটিক্স), সুন্দর সিং গুর্জর (প্যারা স্পোর্টস অ্যাথলেটিক্স) এবং গৌরব সিং গিল (মোটরস্পোর্টস)

দ্রোণাচার্য পুরস্কার: (রেগুলার ক্যাটেগরি) মহিন্দর সিং ধিঁলো (অ্যাথলেটিক্স), সন্দীপ গুপ্তা (টেবিল টেনিস) এবং বিমল কুমার (ব্যাডমিন্টন)

(লাইফটাইম ক্যাটেগরি) সঞ্জয় ভরদ্বাজ (ক্রিকেট), রমবীর সিং খোকর (কবাডি) এবং মেজবান প্যাটেল (হকি)

ধ্যানচাঁদ পুরস্কার: মনোজ কুমার (কুস্তি), সি লালরেমসাঙ্গা (তিরন্দাজি), অরূপ বসাক (টেবিল টেনিস), নীতিন কির্তানি (টেনিস) এবং ম্যানেুয়েল ফ্রেডরিক্স (হকি)

প্রত্যেক বছর ২৯ অগাস্ট ধ্যানচাঁদের জন্মদিন উলপক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের কৃতীয় ক্রীড়াবিদদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। খেলরত্ন প্রাপকদের প্রত্যেকে ৭.৫ লক্ষ এবং অর্জুন পুরস্কার প্রাপকরা ৫ লক্ষ করে টাকা দেওয়া হয়।

Read the full article in ENGLISH

Ravindra Jadeja BCCI cricket
Advertisment