টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ ফাইনালে দ্বিতীয়বার ফাইনাল খেলার হ্যাটট্রিক গড়ল তারা। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল শেষ দুবারের চ্যাম্পিয়ন টিম রিয়াল।
মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের সঙ্গে ২-২ ড্র করেছে রিয়াল। কিন্তু দু লেগ মিলিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা ৪-৩ জিতে ফাইনাল খেলছে। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যান্ড কোং। লিভারপুল ও রোমার মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধেই মহারণে মুখোমুখি হবে রিয়াল।
আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের রাস্তায় রিয়াল মাদ্রিদ
এদিন ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই হৃদয়ভঙ্গ হয় স্যান্টিয়াগো বার্নাব্যুর। গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জোসুয়া কিমিচ। কিন্তু ম্যাচের ১০ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ঘরের ছেলে করিম বেঞ্জিমা। এরপর ৪৫ মিনিটে ফের ফরাসি স্ট্রাইকার বেঞ্জিমার গোলে এগিয়ে যায় রিয়াল। যদিও ৬২ মিনিটে জেমস রডরিগেজ সমতা ফেরান। কিন্তু দু লেগ মিলিয়ে খেলার স্কোর ৪-৩ হওয়ায় রিয়াল চলে গেল ফাইনালে। শেষ পাঁচ বছরে চার বার ফাইনাল খেলছে রিয়াল।এদিন ম্যাচের নায়ক বেঞ্জিমা বলছেন, “অসম্ভব কঠিন একটা দলের সঙ্গে কঠিন একটা ম্যাচ খেললাম। যদিও আমরা আগেই জানতাম যে, ম্যাচটা সহজ হবে না। ফাইনালে উঠতে পেরে ভীষণ খুশি। সবার জন্য়ই দুর্দান্ত একটা রাত ছিল। ফ্যান ও দলের সঙ্গে ম্যাচটা প্রচণ্ড উপভোগ করেছি।”
আরও পড়ুন, ম্য়াজিক দেখালেন মহম্মদ সালাহ, রোমাকে গোলের মালা পরাল লিভারপুল