আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ফের জাতীয় দলের জার্সিতে প্রত্য়াবর্তন করতে চলেছেন জসপ্রীত বুমরা। বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে খেলবেন।
বিশ্বকাপের পর বুমরার পিঠে লোয়ার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। গত সেপ্টেম্বরে বুমরা শেষবার ভারতের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফের দেশের হয়ে খেলার জন্য় মুখিয়ে আহমেদাবাদের বছর ছাব্বিশের পেসার।
আরও পড়ুন-দশকের সেরা টি-২০ দল: ধোনি-রোহিত বাদ, রয়েছেন কোহলি-বুমরা
দশকের শেষ দিনে বুমরা ফিরে দেখলেন ২০১৯। টুইটারে টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্সের বেশ কিছু ছবি কোলাজ করে পোস্ট করলেন তিনি। লিখলেন, “২০১৯ সালটা আমার কাছে শিক্ষার। কঠোর পরিশ্রম আর সুন্দর কিছু স্মৃতি রয়েছে। মাঠের ও মাঠের বাইরের কথা বললাম। আমি নতুন বছরের অপেক্ষায় আছি।”
আরও পড়ুন-সৌরভের হস্তক্ষেপ, রঞ্জিতে খেলতে হবে না বুমরাকে
ওয়ানডে ক্রিকেটে বোলারদের মধ্য়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছেন বুমরা। আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় তিনি রয়েছেন ছ'নম্বরে। ১২টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৪২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন বুমরা। পেয়েছেন ৬২টি, ১০৩ এবং ৪২টি উইকেট।