Advertisment

ইংল্যান্ড সিরিজে নেই পন্থ! বড় দুঃসংবাদে ছিন্নভিন্ন কোহলির টিম ইন্ডিয়া

করোনায় আক্রান্ত ঋষভ পন্থ। ইংল্যান্ড সিরিজে খেলতে নামার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। কোয়ারেন্টাইনে রয়েছেন তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হতে মাত্র আড়াই সপ্তাহ বাকি। এর মধ্যেই চরম দুঃসংবাদ আছড়ে পড়ল ভারতীয় স্কোয়াডে। ৪ অগাস্ট প্রথম টেস্টে ভারতকে নামতে হবে ঋষভ পন্থকে ছাড়াই। কারণ করোনা আক্রান্ত হয়ে খেলতে পারবেন না তিনি। কয়েকদিনের মধ্যেই ডারহামে জাতীয় দলের ক্রিকেটারদের একত্রিত হওয়ার কথা। তবে সেখানে আপাতত পন্থ যাবেন না।

Advertisment

বোর্ডের সূত্রে জানানো হয়েছে করোনা আক্রান্ত হওয়ার পরে পন্থ গত আট দিন ধরেই আইসোলেশনে রয়েছেন। কোভিড পজিটিভ হলেও তাঁর কোনো উপসর্গ নেই। "পন্থ বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন চেনাশোনা এক জায়গায়। এবং বৃহস্পতিবার ডারহামে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।" এমনটাই জানিয়েছেন বোর্ডের এক সূত্র। তবে কবে পন্থ জাতীয় দলে যোগ দেবেন, সেকথা জানাননি তিনি। ফলে লম্বা ইংল্যান্ড সিরিজের কটা টেস্ট বাইরে থাকবেন, তা নিয়ে জোরালো সংশয় শুরু হয়ে গেল বৃহস্পতিবারই।

আরো পড়ুন: খালি গায়ের সেই সৌরভ! কেমন লেগেছিল, অবশেষে জানালেন স্ত্রী ডোনা, রইল ভিডিও

এর আগে বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছিলেন, জাতীয় দলের এক তারকা করোনা আক্রান্ত হয়ে গত আটদিন ধরে নিভৃতবাসে রয়েছেন। দলের বাকিরা কেউ আক্রান্ত হননি। পন্থকে দলের সঙ্গে টিম হোটেলে রাখা হয়নি। তিনি জানিয়েছিলেন বোর্ডের সচিব জয় শাহ চিঠি লিখে সমস্ত ক্রিকেটারদের প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন।

জানা গিয়েছে, পন্থ করোনার ডেল্টা প্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন। যা সম্প্রতি মাথাব্যথা বাড়িয়েছে ইউকে প্রশাসনের। গত মাসেই ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে হাজির হয়েছিলেন পন্থ। তারপরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও শেয়ার করেন তারকা। আশঙ্কা করা হচ্ছে, ইউরোর ফুটবল ম্যাচ দেখতে গিয়েই করোনার কবলে পড়েছেন তিনি।

এদিকে সংবাদসংস্থা এএনআই-য়ের তরফে আবার জানানো হয়েছিল, মোট দুজন করোনা পজিটিভ ধরা পড়েছিলেন। তবে দ্বিতীয় টেস্টে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় ক্রিকেটারের নাম অবশ্য জানানো হয়নি।

কিছুদিন আগেই সচিব জয় শাহ চিঠি লিখে জাতীয় দলের তারকাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। ইংল্যান্ডে সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ার পরেই সেই চিঠি। সেই চিঠিতে তিনি ক্রিকেটারদের বারবার সতর্ক করে দিয়ে বলেন, কোভিশিল্ড ভ্যাকসিন সংক্রমণের মাত্রা কমাতে সাহায্য করলেও পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। সেই কারণেই ভিড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। জানা গিয়েছে, শাহ বারবার ক্রিকেটারদের উইম্বলডন, ইউরোর ম্যাচে যেতে নিষেধ করেছিলেন। তবে সেকথা কানে তোলেননি অনেক তারকাই। পন্থ যেমন ইউরোর ম্যাচ দেখতে গিয়েছিলেন, রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গিয়েছিলেন উইম্বলডন স্টেডিয়ামে।

আরো পড়ুন: ৩৫ কোটির ক্ষতিপূরণ চেয়ে এবার আদালতে সৌরভ! তোলপাড় কলকাতা থেকে মুম্বই

জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ভারত কয়েক সপ্তাহে ছুটিতে ছিল। ৪ তারিখেই ভারত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে। তার আগে জুলাইয়ের ২০ তারিখে অনুশীলন ম্যাচ খেলার কথা জাতীয় দলের তারকাদের। ভারত-ইংল্যান্ডের হাইভোল্টেজ সিরিজের মাধ্যমেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে।

আরো পড়ুন: ৩০০ কোটিতে এবার রুপোলি পর্দায় সৌরভ! মহারাজ নিজেই জানালেন পর্দার ‘দাদা’ কে

ইংল্যান্ড শিবিরও হঠাৎ ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত। সেই কারণেই ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছিল। যদিও সেই ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant BCCI Indian Cricket Team
Advertisment