India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 2nd Test Match) বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। চতুর্থ দিনের প্রথম সেশন পর্যন্ত টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৩৫৭ রানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, কত রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)? এই উত্তরের অপেক্ষাতেই আপাতত গোটা দেশ।
জিও হটস্টারে কমেন্ট্রি করার সময় টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, যদি দ্বিতীয় ইনিংসে ভারত ৪৫০ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করতে পারে। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ হারার কোনও ঝুঁকি থাকবে না।
IND vs ENG Match Report: সামান্য ভুলে হাতছাড়া ঐতিহাসিক রেকর্ড! হাত কামড়াচ্ছেন মহম্মদ সিরাজ
কিন্তু, ঋষভ পন্থ আপাতত যেভাবে ব্যাট করছেন, তাতে যদি আরও একটা শতরান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ কার্যত টি-২০ মেজাজে খেলছেন। ৩৫ বলে ৪১ রান ইতিমধ্যে তিনি করে ফেলেছেন।
IND vs ENG 2nd Test: শুভমানের ডবল সেঞ্চুরি, তারপরও 'অজানা আশঙ্কা'য় টিম ইন্ডিয়া! কারণটা জানেন?
ফের শতরানের পথে ঋষভ পন্থ?
দ্বিতীয় সেশনে যদি এভাবেই ব্যাট করেন, তাহলে সেঞ্চুরি আসতেই পারে। সেক্ষেত্রে হয়ত ঋষভের সেঞ্চুরির পরই শুভমান ইনিংস ডিক্লেয়ার করতে পারেন বলে অনেকে মনে করছেন। দিনের তৃতীয় সেশনে ব্য়াট করা সবসময়ই বেশ কঠিন হয়। এমন সময় যদি ভারতীয় পেসাররা কয়েকটা উইকেট তুলে নিতে পারেন, তাহলেই ম্য়াচ একেবারে পকেটে চলে আসবে।
IND vs ENG 2nd Test Weather: ভেসে যাবে টিম ইন্ডিয়ার যাবতীয় আশা, বার্মিংহামে চতুর্থদিন কেমন থাকবে ওয়েদার?
চতুর্থ দিনের প্রথম সেশনে ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। প্রত্যেক ওভারে ভারত ৪.৫ রান করেছে। কিন্তু, পন্থ আসতে না আসেই রানের গতিটা কার্যত রকেট গতিতে চড়তে শুরু করেছে। তিনি যেন সবকিছু ধ্বংস করার মুডেই মাঠে নেমেছিলেন। দ্বিতীয় সেশনে ভারত কেমন ব্যাট করে সেটাই আপাতত দেখার। করুণ নায়ার (২৮) এবং কেএল রাহুল সুযোগ পেলেও একেবারে নজর কাড়তে পারেননি। রাহুল তো হাফসেঞ্চুরি (৫৫) করার পরও জস টাংয়ের বলে ক্লিন বোল্ড হয়ে যান।
Karun Nair Flopped Again: 'ডিয়ার ক্রিকেট' থেকে আরও সুযোগ চাই? শনির দশা কাটছেই না এই তারকা ব্যাটারের!
তবে শুভমান গিল আরও একবার নাবিকের ভূমিকা পালন করছেন। যদি ভারতীয় ক্রিকেট দল এই রানের ব্যবধান ৫০০-র কাছাকাছি নিয়ে যেতে পারে, তাহলে ইংল্যান্ড অবশ্যই ব্যাকফুটে দাঁড়িয়ে থাকবে।