Rishabh Pant: ঘরের মাঠে লজ্জার হার, কার ঘাড়ে দোষ চাপালেন ঋষভ পন্থ?

Rishabh Pant LSG: এই ম্য়াচে লখনউ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের অধিনায়ক ঋষভ পন্থ সর্বাধিক ৬৩ রান করেন। চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা এবং মাথিশা পাথিরানা ২-২ উইকেট শিকার করেছেন।

Rishabh Pant LSG: এই ম্য়াচে লখনউ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের অধিনায়ক ঋষভ পন্থ সর্বাধিক ৬৩ রান করেন। চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা এবং মাথিশা পাথিরানা ২-২ উইকেট শিকার করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant LSG 1

লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ

২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে গত সোমবার (১৫ এপ্রিল) লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্য়াচের আয়োজন করা হয়েছিল। লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে CSK ব্রিগেড ৫ উইকেটে জয়লাভ করেছে। বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

Advertisment

এই ম্য়াচে লখনউ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) সর্বাধিক ৬৩ রান করেন। চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা এবং মাথিশা পাথিরানা ২-২ উইকেট শিকার করেছেন। এছাড়া খলিল আহমেদ এবং অংশুল কম্বোজ একটি করে উইকেট শিকার করেন। ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৯.৩ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে তুলে নেয়। আর সেইসঙ্গে ম্য়াচটা পুরে নেয় নিজেদের পকেটে।

IPL Playoff Scenario: মাত্র ২ ম্য়াচে জয়, কীভাবে প্লে-অফে উঠবে ধোনির দল? বুঝে নিন কঠিন অঙ্ক

পরাজয়ের পর একথাই বললেন ঋষভ পন্থ

Advertisment

LSG অধিনায়ক ঋষভ পন্থ ম্য়াচ হারার পর বললেন, 'আমি মনে করি যে একটা দল হিসেবে ১০-১৫ রান কম করেছিলাম। আমাদের দল যথেষ্ট ভাল ছন্দে ছিল। কিন্তু, তা সত্ত্বেও আমরা ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকি। একটা বড় পার্টনারশিপের দরকার ছিল। এই উইকেটে বল থেমে-থেমে আসছিল। কিন্তু, তা সত্ত্বেও আমরা আরও ১৫ রান অনায়াসে করতেই পারতাম।'

Rishabh Pant and MS Dhoni

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'প্রত্যেকটা ম্য়াচে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি। কিন্তু, এমনও কিছু সময় আসে, যখন হাজার চেষ্টা করলেও প্রত্যাশা অনুসারে ফলাফল পাওয়া যায় না। আমি ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছি। প্রত্যেকটা ম্য়াচে ফোকাস করার চেষ্টা করছি।'

MS Dhoni Record: IPL ইতিহাসে আবারও অনন্য রেকর্ড ধোনির, লখনউ ম্যাচে 'স্পেশ্যাল ডাবল সেঞ্চুরি' মাহির

অবশেষে রবি বিষ্ণোই সম্পর্কে ঋষভ পন্থ বললেন, 'বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমরা কথা বলেছি। কিন্তু, রবি বিষ্ণোইকে আমরা খুব বেশি ওভার দিতে পারিনি। পাওয়ারপ্লে চলাকালীন আমাদের বোলিং চিন্তার কারণ হয়ে উঠেছিল। কিন্তু, ওই ভুলটা আমরা শুধরে নিতে পারব।' শেষকালে তিনি মন্তব্য করেন, 'একটা দল হিসেবে আমরা প্রতিটা ম্য়াচেই কিছু না কিছু শেখার চেষ্টা করছি। আশা করছি, আগামীদিনে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'

Chennai Super Kings Lucknow Super Giants MS DHONI Rishabh Pant IPL 2025