Rishabh Pant Injury Update: আদৌ ব্যাট করতে নামবেন তো ঋষভ? কঠিন সমস্যায় টিম ইন্ডিয়া

Rishabh Pant injury update: হতে পারে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ফেলেছে, তবে স্বস্তি এটাই যে কেএল রাহুল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। আর ঋষভ পন্থ এখনও পর্যন্ত ব্যাট করতে নামেননি।

Rishabh Pant injury update: হতে পারে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ফেলেছে, তবে স্বস্তি এটাই যে কেএল রাহুল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। আর ঋষভ পন্থ এখনও পর্যন্ত ব্যাট করতে নামেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Injury

ঋষভের ব্যাটিং নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা

Rishabh Pant: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত তৃতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 3rd Test Match) চলছে। চতুর্থ দিনের খেলা এমন একটা জায়গায় শেষ হয়েছে, যেখান থেকে এই ম্য়াচের মোড় যে কোনও দিকে ঘুরতে পারে। ইতিমধ্য়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ম্য়াচের শেষ দিনে কি ঋষভ পন্থ আদৌ ব্যাট করতে নামবেন? একথা অনস্বীকার্য যে লর্ডস টেস্টের পঞ্চম দিন ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টের যাবতীয় আশা-ভরসা হলেন কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ। তবে ঋষভের যতই চোট লাগুক না কেন, ম্যাচের শেষ দিনে যে তিনি ব্যাট করতে নামবেন, তা আশা করাই যায়।

Advertisment

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কে জিতবে লর্ডস টেস্ট?

লর্ডস টেস্টের শেষ দিনে ভারতীয় ক্রিকেট দল এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে জয়ের জন্য মাত্র ১৩৫ রান দরকার। অন্যদিকে, ইংল্যান্ড যদি এই ম্য়াচে জয়লাভ করতে চায়, তাহলে ৬ উইকেট শিকার করতে হবে। এই ম্য়াচ যে ড্র হবে না, সেটা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। কোনও একটি দল জয়লাভ করবেই। কিন্তু, কোন দল জিতবে, সেটা কয়েকঘণ্টা পরই বুঝতে পারা যাবে। চতুর্থ দিনের খেলা এমন একটা সময় শেষ হয়েছে, যখন টিম ইন্ডিয়ার নাইট ওয়াচম্য়ান আকাশদীপ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। হতে পারে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ফেলেছে, তবে স্বস্তি এটাই যে কেএল রাহুল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। আর ঋষভ পন্থ এখনও পর্যন্ত ব্যাট করতে নামেননি।

Advertisment

IND vs ENG 3rd Test: লর্ডসেই সব শেষ! আর কত 'সুযোগ' করুণকে? প্রশ্ন হতাশ সমর্থকদের

কিপিং করতে আসেননি ঋষভ পন্থ

ঋষভ পন্থ চোট পেয়েছেন। সেকারণে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহের একটি বল আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর উইকেটকিপিং করতে আসেন ধ্রুব জুরেল। যদিও আঙুলে চোট লাগার পরও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ এবং একটি অসাধারণ ইনিংস উপহার দেন। পন্থ প্রথম ইনিংসে ৭২ রান করেছিলেন। কিন্তু, মাঝেমধ্যে আঙুলে চোটের কারণে তিনি কাতরাচ্ছিলেন বটে, কিন্তু শেষপর্যন্ত লড়াই চালিয়ে যান। আর সেকারণেই তিনি দ্বিতীয় ইনিংসে কিপিং করতে নামেননি।

IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের মাঝেই বিরাট ধাক্কা! আগ্রাসনের চরম খেসারত দিলেন সিরাজ

টিম ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও আসেনি কোনও বিবৃতি

এবার যখন পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে, তখন কেএল রাহুলের সঙ্গে ব্যাট করতে নামবেন ঋষভ পন্থ। এই ম্যাচে যদি ভারতীয় ক্রিকেট দলকে জিততেই হয়,. তাহলে এই দুই ব্যাটারকে একটা বড় রানের পার্টনারশিপ গড়তেই হবে। শুরুতেই যদি ভারত উইকেট হারিয়ে ফেলে, তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। যেহেতু পন্থ কিপিং করতে নামেননি, সেকারণে আশা করা যায় যে তাঁর চোট অনেকটাই সেরে গিয়েছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট শিবির থেকেও কোনও দুঃসংবাদ আসেনি। এই পরিস্থিতিতে পন্থ ব্যাট করতে আসতেই পারেন।

Rishabh Pant KL Rahul IND vs ENG 3rd Test Match