IND vs ENG 3rd Test: লর্ডসেই সব শেষ! আর কত 'সুযোগ' করুণকে? প্রশ্ন হতাশ সমর্থকদের

Karun Nair 2025 Test series: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই নজর কাড়তে পারেননি টিম ইন্ডিয়ার কামব্যাক স্টার করুণ নায়ার। গত ৬ ইনিংসে তিনি মাত্র ১৩১ রান করেছেন।

Karun Nair 2025 Test series: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই নজর কাড়তে পারেননি টিম ইন্ডিয়ার কামব্যাক স্টার করুণ নায়ার। গত ৬ ইনিংসে তিনি মাত্র ১৩১ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Karun Nair

তিন নম্বরে ভরসা যোগাতে পারলেন না করুণ নায়ার

Karun Nair Lord's Performance: কথায় বলে, কঠোর পরিশ্রমের ফল নাকি হাতেনাতে পাওয়া যায়। আর করুণ নায়ার যখন প্রায় ৯ বছর পর ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) কামব্যাক করলেন, তখন সকলেই মনে করেছিলেন যে তিনিও হয়ত পরিশ্রমের সেই ফল পাবেন! ৩৩ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার চলতি ইংল্যান্ড সফর দুর্দান্ত ছন্দে শুরু করেছিলেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনি ইন্ডিয়া এ দলের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁরান। কিন্তু, টেস্ট সিরিজ শুরু হতে না হতেই তাঁর আসল স্ট্রাগত শুরু হয়ে যায়। 

Advertisment

সিডস এবং এজবাস্টনে ব্যাটিং ব্যর্থতার পর লর্ডসেও ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না করুণ নায়ার। সেই একই গল্পের পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। তবে তৃতীয় টেস্ট ম্য়াচে (IND vs ENG 3rd Test Match) করুণের ব্যাটিং স্ট্রাগল একেবারে চোখে পড়ার মতো ছিল। লর্ডসের প্রথম ইনিংসে তিনি ৪০ রান করেন। সবথেকে বড় কথা, উইকেটে একবার টিকে যাওয়ার পরও স্টোকসের একটি বল খোঁচা মারতে গিয়ে আউট হয়ে যায়। স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন জো রুট। আর দ্বিতীয় ইনিংসে তিনি অতি কষ্টে করলেন ১৪ রান। ব্রাইডন কার্সের একটি ইনকামিং ডেলিভারি তিনি বুঝতেই পারলেন না। শেষপর্যন্ত LBW হয়ে তাঁকে ফিরে যেতে হল।

Shubman Gill Controversy: শুভমানের ছোট্ট ভুলেই 'চৌপাট' যাবতীয় প্ল্যান, এক সিদ্ধান্তেই ভেস্তে যাবে সবকিছু?

Advertisment

আরও একবার ব্যর্থ হলেন করুণ নায়ার

একটা ছবি খুব স্পষ্ট ছিল। বলটার মুভমেন্টের ব্যাপারে কিছু বুঝতেই পারেননি করুণ নায়ার। একেবারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। ফলে এই সিরিজে ৬ ইনিংসে তিনি মাত্র ১৩১ রান করেছেন। ব্যাটিং গড় ২১। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, লর্ডসেই হয়ত করুণ নায়ারের টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল। করুণ হয়ত ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কাছে আরও একটা সুযোগ চাইতে পারেন। কিন্তু, ইংরেজ ক্রিকেটারদের কাছে তিনি যে সোনার ডিম দেওয়া হাঁসে পরিণত হয়েছেন, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

IND vs ENG 3rd Test: দরকার ১৩৫ রান, হাতে ৬ উইকেট! লর্ডস টেস্ট জিততে পারবে টিম ইন্ডিয়া?

আরও একবার নজর দেওয়া যাক চলতি টেস্ট সিরিজের দিকে। ভারতীয় ক্রিকেট দল আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে ব্যাটিং ডিপার্টমেন্টে কোনও ভুলচুক হোক, সেটা একেবারেই তারা চাইবে না। এখনও পর্যন্ত করুণ ছাড়া টিম ইন্ডিয়ার টপ অর্ডার মোটামুটি নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। করুণের উপর নিঃসন্দেহে চাপ রয়েছে। প্রথমত, এত বছর পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কামব্যাক করে পারফরম্য়ান্সের চাপ। দ্বিতীয়ত রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন ধ্রুব জুরেল এবং সাই সুদর্শন। এমনকী, বসে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণও।

IND vs ENG 3rd Test Match: 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড

ভারতের হাতে কী কী বিকল্প রয়েছে?

হতে পারে, ২০১৬ সালে করুণ নায়ার ৩০৩ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলকে। কিন্তু, নায়ারের বর্তমান ছবিটা আরও বেশি 'করুণ'। এই ত্রিশতরানের পর তিনি একটাও হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। ফলে কীসের ভিত্তিতে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হচ্ছে, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আগামী ম্য়াচে যদি করুণকে শেষ সুযোগ দেওয়া হয়, তাহলে পারফরম্য়ান্স করতেই হবে।

IND vs ENG 3rd Test: তছনছ ২৩ বছরের পুরনো রেকর্ড, আগুন ফর্মে ১ নম্বর জায়গা দখল করলেন শুভমান

 লজ্জার ব্যাপার, এখনও পর্যন্ত তাঁর সর্বাধিক স্কোর মাত্র ৪০। এই পরিস্থিতিতে ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট করুণের উপর করুণা দেখাতে পারে কি না, সেদিকেই সকলের নজর থাকবে। কিন্তু, প্রশ্ন হল যে আর কতগুলো সুযোগ করুণকে দেওয়া হবে? সেই ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এভাবেই চলতে থাকলে লর্ডসেই করুণ নায়ার হয়ত তাঁর টেস্ট কেরিয়ারের শেষ ম্য়াচটা খেলে ফেললেন, তা বলা যেতে পারে। অন্তত টিম ইন্ডিয়ার জার্সিতে।

Indian Cricket Team Karun Nair IND vs ENG 3rd Test Match