Rishabh Pant Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ, ভাঙার মুখে সেহওয়াগ-রোহিতের রেকর্ড

Rishabh Pant Test sixes record: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। গত ৪ ইনিংসে তিনি মোট ১৩ ছক্কা হাঁকিয়েছেন। আশা করা যায়, লর্ডসেও এমন পারফরম্য়ান্স দেখা যাবে।

Rishabh Pant Test sixes record: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। গত ৪ ইনিংসে তিনি মোট ১৩ ছক্কা হাঁকিয়েছেন। আশা করা যায়, লর্ডসেও এমন পারফরম্য়ান্স দেখা যাবে।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant Most Test Sixes Record

সেহওয়াগ রোহিতের রেকর্ড ভাঙাার অপেক্ষায় ঋষভ পন্থ

India vs England 3rd Test 2025: বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে ভারত এবং ইংল্যান্ডের (IND vs ENG 3rd Test Match) মধ্যে তৃতীয় টেস্ট ম্য়াচ শুরু হতে চলেছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এক নয়া রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পন্থ এখনও পর্যন্ত যথেষ্ট নজরকাড়া ব্যাটিং করেছেন। এবার লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট ময়দানে আরও একটি ইতিহাস রচনা করার সুযোগ তাঁর সামনে রয়েছে। টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ এখনও পর্যন্ত ৮৬ ছক্কা হাঁকিয়েছেন। এবার ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক হতে পারেন তিনি।

Advertisment

বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙতে পারেন ঋষভ পন্থ

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) দখলেই রয়েছেন। তিনি নিজের টেস্ট কেরিয়ারে মোট ৯০ ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নাম। হিটম্যান তাঁর টেস্ট কেরিয়ারে মোট ৮৮ ছক্কা হাঁকিয়েছেন। এবার ঋষভ পন্থের সামনে এই দুই মহারথীকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। রোহিতের রেকর্ড ভাঙতে হলে পন্থকে আর তিনটে ছক্কা মারতে হবে। আর সেহওয়াগকে টেক্কা দেওয়ার জন্য দরকার পাঁচটা ওভার বাউন্ডারি। এই সিরিজের কথা যদি বলা যায়, তাহলে গত ৪ ইনিংসে ঋষভ পন্থ এখনও পর্যন্ত ১৩ ছক্কা হাঁকিয়েছেন। চলতি সিরিজে ঋষভই সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন। এবার লর্ডসে তিনি সেহওয়াগ এবং রোহিতের রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। 

Advertisment

IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক

  • বীরেন্দ্র সেহওয়াগ - ৯০ ছক্কা
  • রোহিত শর্মা - ৮৮ ছক্কা
  • ঋষভ পন্থ - ৮৬ ছক্কা
  • মহেন্দ্র সিং ধোনি - ৭৮ ছক্কা
  • রবীন্দ্র জাদেজা - ৭২ ছক্কা

IND vs ENG 3rd Test Match: কখন শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট? নোট করে রাখুন ম্যাচের সময়

ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন ঋষভ পন্থ

চলতি সিরিজে লিডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচের জোড়া ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে তিনি ১৩৪ রান করেন। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে করেন ১১৮ রান। এরপর দ্বিতীয় ম্য়াচেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এজবাস্টনে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করেন। ৫৮ বলে ৬৫ রান করে ঋষভ ভারতীয় ক্রিকেট দলের জন্য জয়ের রাস্তাটা প্রশস্থ করে দেন। আশা করা যায়, সিরিজের বাকি ৩ ম্য়াচেও ঋষভের এই আগুন ফর্ম অব্যাহত থাকবে।

Virender Sehwag Rohit Sharma Rishabh Pant India vs England IND vs ENG 3rd Test Match