Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত?

Roger Federer: টেনিস কিংবদন্তী রজার ফেডেরারের নাম আরবপতি অ্যাথলিটদের তালিকায় যুক্ত হয়েছে। ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজেতা ফেডেরারের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

Roger Federer: টেনিস কিংবদন্তী রজার ফেডেরারের নাম আরবপতি অ্যাথলিটদের তালিকায় যুক্ত হয়েছে। ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজেতা ফেডেরারের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Roger Federer

সুইস টেনিস কিংবদন্তী রজার ফেডেরার

Roger Federer: টেনিস কিংবদন্তী রজার ফেডেরারের নাম আরবপতি অ্যাথলিটদের তালিকায় যুক্ত হয়েছে। ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজেতা ফেডেরারের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১.১ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের একটি পরিসংখ্যান অনুসারে, আরবপতি অ্যাথলিটদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন 'রাজা' রজার।

ব্যবসায়িক বিনিয়োগ থেকে উপার্জন

Advertisment

তাঁর আগে এই তালিকায় নাম রয়েছে - মাইকেল জর্ডন, লেব্রোন জেমস, টাইগার উডস, মেজিক জনসন, জুনিয়র ব্রিজম্যান এবং আয়ন তিরিয়াকের। উল্লেখ্য, ফেডেরারের মোট সম্পত্তির সিংহভাগ অবশ্য তাঁর টেনিস (Tennis) কেরিয়ার থেকে আসেনি। এসেছে তাঁর ব্যবসায়িক বিনিয়োগ থেকে। ২০১৯ সালে সুইস স্পোর্টসবিয়ার সংস্থা 'ওয়েন'-য়ে তিন শতাংশ মালিকানা ক্রয় করার পর থেকেই তাঁর সম্পত্তির পরিমাণ বাড়তে শুরু করে।

Cheteshwar Pujara on Shubman Gill: অবসর নিতে না নিতেই 'বিস্ফোরক' পূজারা, শুভমানকে নিয়ে করলেন বড় মন্তব্য!

Advertisment

এর পাশাপাশি তিনি ইউনিক্লো, নাইকি, রোলেক্স, মার্সিডিজ-বেনজ, অলিভার পিপলস এবং টিম এইটের মতো সংস্থাতেও বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের কারণে তাঁর আয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। বিশ্বের শীর্ষ তিন বিত্তবান অ্যাথেলিট মাইকেল জর্ডনের মোট সম্পত্তির পরিমাণ ২.২ বিলিয়ন ডলার, লেব্রোন জেমস ১.৪ বিলিয়ন ডলার এবং টাইগার উডস ১.২ বিলিয়ন ডলার।

টেনিস দুনিয়ার বেতাজ বাদশা রজার ফেডেরার। ইতিমধ্যে তিনি ২ বার অলিম্পিক্স খেতাব জয় করেছেন।

Asia Cup 2025: এশিয়া কাপের আগে বাতিল Dream 11-এর চুক্তি! কত টাকা লোকসানের মুখে পড়বে টিম ইন্ডিয়া?

মাত্র তিন বছর বয়স থেকেই টেনিস খেলার প্রতি ভালবাসা জন্মেছিল ফেডেরারের। ১৯৮১ সালের ৮ অগাস্ট সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন রজার ফেডেরার। সপ্তাহের শেষে একটা দিন তিনি বাবা-মায়ের সঙ্গে টেনিস কোর্টে যেতেন। সেখান থেকেই এই খেলার প্রতি তাঁর ভালবাসা জন্মায়। মাত্র ৮ বছর বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন টেনিস খেলাকেই তিনি নিজের কেরিয়ার হিসেবে গড়ে তুলবেন। এরপর বেসিলে অবস্থিত ওল্ড বয়েজ টেনিস ক্লাবে একটি টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখানেই অভিজ্ঞ চেক কোচ অ্যাডলফ কোকোভস্কির সঙ্গে তাঁর পরিচয় হয়। আর সেইসঙ্গে পেশাদার টেনিসে এক নয়া যাত্রা শুরু হয়।

Roger Federer tennis