Rohit named captain: আইসিসির দল থেকে সরাসরি বাদ কোহলি! রোহিতকে সেরার সেরা সম্মান

Rohit named captain of ICC's T20 team: আইসিসির বর্ষসেরা টি২০ দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়াকেও একাদশে রাখা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma-Virat Kohli: টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি

Rohit Sharma-Virat Kohli: রোহিত শর্মা ও বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই)

Rohit named captain of ICC's T20 team: ২০২৪ সালে ভারতকে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মাকে আইসিসির বর্ষসেরা টি২০ দলের অধিনায়ক করা হয়েছে। গতবছর টি২০ বিশ্বকাপ জয়ের অভিযানে অংশ নেওয়া চার ভারতীয় খেলোয়াড়কেও রাখা হয়েছে আইসিসির একাদশে। তাঁরা হলেন- রোহিত শর্না, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং।

Advertisment

একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড় (ট্র্যাভিস হেড), ইংল্যান্ডের একজন (ফিল সল্ট), পাকিস্তানের একজন (বাবর আজম), শ্রীলঙ্কার একজন (ওয়ানিন্দু হাসারাঙ্গা) এবং আফগানিস্তানের একজন (রশিদ খান)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত বিরাট কোহলি দলে জায়গা পাননি। তবে, জায়গা পেয়েছেন নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) ও সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

৩৭ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা ২০২৪ সালে ভারতের হয়ে ১১টি টি২০ ম্যাচ খেলে ৩৭৮ রান করেছিলেন। যার মধ্যে তাঁর সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের বিরুদ্ধে, ১২১। ২০২৪ সালে রোহিতের কেরিয়ারে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এক দশকেরও বেশি সময় পরে ভারতকে প্রথম টি২০ বিশ্বকাপ শিরোপা তিনি এনে দিয়েছেন। টি২০ বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্সও ছিল অসাধারণ। ছিল ৩টি অর্ধশতক। যার মধ্যে ছিল সুপার এইট পর্যায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক ৯২ রান। টুর্নামেন্ট জয়ের পর, রোহিত টি২০ ফরম্যাট থেকে অবসর নেন।

হার্দিক পান্ডিয়া ১৭ ম্যাচে ৩৫২ রান করেছেন। নিয়েছেন ১৬টি উইকেট। টি২০ বিশ্বকাপে তিনি সেরা অলরাউন্ডার হয়ে উঠেছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পান্ডিয়া। ব্যাট হাতে তুলেছেন ১৪৪ রান। নিয়েছেন ১১ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তিনি শেষ ওভারে বল করেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ফাইনালে তিনি ২০ রানে ৩ উইকেট নেন।

Advertisment

বুমরা ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন। তিনি বারবার ভারতকে প্রতিযোগিতায় তুলে ধরেছেন। ট্রফি জিতিয়েছেন। ভারতের স্পিডস্টার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফির মনোনীত প্রার্থীদের দৌড়ে আছেন। বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং ১৮ ম্যাচে ১৩.৫০ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন। টি২০ বিশ্বকাপে, তিনি ৮ ম্যাচে ১৭ উইকেট নেন। বল হাতে তাঁর সেরা পারফরম্যান্স ছিল অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সম্প্রতি অর্শদীপ টি২০ ফরম্যাটে যুজবেন্দ্র চাহালকে ছাপিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। 

আরও পড়ুন- ভারতের টি২০ দলের বাইরে রিঙ্কু-নীতীশ! ঝটকার পর ঝটকা কাত নীল জার্সিধারীরা

আইসিসির বর্ষসেরা টি২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।

Virat Kohli ICC Hardik Pandya Rohit Sharma T20 Indian Cricket Team Jasprit Bumrah T20 World Cup Arshdeep Singh