Rohit Sharma: রোহিত শর্মাকে কেন আচমকা ডেকে পাঠাল বিসিসিআই, সামনে এল বড় আপডেট

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রোহিত শর্মা ইতিমধ্যে টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আপাতত তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলবেন।

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রোহিত শর্মা ইতিমধ্যে টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আপাতত তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা। Photograph: (ছবি- টুইটার)

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা শেষবার দেশের হয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। এরপর তাঁকে আর ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। কারণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার ইতিমধ্যে টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে আগামী ১৩ সেপ্টেম্বর রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করতে হবে। কেন আচমকা রোহিত শর্মাকে ডেকে পাঠানো হল? আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

Rohit Sharma New Look: এ কী অবস্থা রোহিতের? থলথলে ভুঁড়ি, ফুলে গেছে গাল! ভাইরাল ভিডিও

কেন বিসিসিআই-কে রিপোর্ট করবেন রোহিত শর্মা?

রোহিত শর্মা তাঁর ফিটনেস টেস্টের কারণে আগামী ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করবেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর দলীপ ট্রফির ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। সেকারণে তখনই রোহিত শর্মাকে ফিটনেস টেস্ট দিতে হবে। রোহিতের ফিটনেস টেস্টের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বিসিসিআই আধিকারিকরা সিওই-তে থাকবেন। একটা আলাদা মাঠে রোহিতের টেস্ট নেওয়া হবে। রোহিত ২-৩ দিন এখানে থাকবেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুতি শুরু করবেন।'

Advertisment

Rohit Sharma Captain: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতই অধিনায়ক? ICC-র পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

ভারতীয় এ দলের দলের খেলতে পারেন রোহিত-বিরাট

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলতে পারেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারত এবং অস্ট্রেলিয়ার এ দলের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের প্রথম ম্য়াচ আগামী ৩০ সেপ্টেম্বর খেলা হবে। এরপর ৩ এবং ৫ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ম্য়াচের আয়োজন করা হবে। এরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজও খেলবেন। এই সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দলের এই দুই মহারথী এ দলের হয়ে নিজেদের প্রস্তুতি সারবেন।

BCCI Indian Cricket Team Rohit Sharma