Rohit Sharma Captain: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতই অধিনায়ক? ICC-র পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

Rohit Sharma: ২০২৭ আইসিসি বিশ্বকাপে রোহিত শর্মা কি আদৌ খেলবেন? বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি পোস্টার শেয়ার করেছে।

Rohit Sharma: ২০২৭ আইসিসি বিশ্বকাপে রোহিত শর্মা কি আদৌ খেলবেন? বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি পোস্টার শেয়ার করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma 2027 ICC World Cup

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন? উঠছে প্রশ্ন

Rohit Sharma: ২০২৭ আইসিসি বিশ্বকাপে রোহিত শর্মা কি আদৌ খেলবেন? বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি পোস্টার শেয়ার করেছে। আর সেই পোস্টার দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। এই পোস্টারে ২০২৬ সালে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ক্রিকেট ম্য়াচের সূচি প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, আগামী বছর ইংল্যান্ডে সাদা বলের ক্রিকেট সিরিজ খেলতে যাবে ভারত। তো, এই পোস্টারের একদিকে রয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং ভারতীয় ওডিআই ক্রিকেট দলের (Indian Cricket Team) বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এই ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত রোহিতই টিম ইন্ডিয়াকে ওয়ানডে ফরম্য়াটে নেতৃত্ব দেবেন?

Advertisment

Rohit Sharma Surgery: দেশের স্বার্থে শরীর জলাঞ্জলি, এখন অপারেশন ছাড়া উপায় নেই রোহিতের!

আপাতত ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করছেন রোহিত

Advertisment

প্রসঙ্গত, গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এই ট্রফি জয়ের পরই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন হিটম্য়ান। এরপর চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই লাল বলের ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুমাত্র একটাই ফরম্য়াটে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করছেন রোহিত।

যদিও অজ্ঞাত কোনও কারণে আইসিসি এই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলে।

এই পরিস্থিতিতে সকলেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি বলেছিলেন, এখনও পর্যন্ত ২০২৭ বিশ্বকাপের কোনও পরিকল্পনা শুরু হয়নি। গোটা বিষয়টা যথেষ্ট অপরিপক্ক অবস্থায় রয়েছে।

Rohit Sharma wife: পিছু নিতে নিতে সোজা বাড়ির ভিতরে! চটে লাল রোহিত শর্মার স্ত্রী, রেগেমেগে কী করলেন জানেন?

কী বলেছিলেন গম্ভীর?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গৌতম গম্ভীর বলেছিলেন, 'একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে আমাদের টি-২০ বিশ্বকাপ খেলতে হবে। আর সেটা যথেষ্ট বড় একটা টুর্নামেন্ট। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে এই টুর্নামেন্ট খেলা হবে। ফলে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর আমি যাবতীয় ফোকাস এই টি-২০ বিশ্বকাপের উপরেই করতে চাই। ২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বর মাস আসতে এখনও প্রায় আড়াই বছরের বেশি সময় বাকি রয়েছে।'

Rohit Sharma Retirement Controversy: গম্ভীরের কলকাঠিতেই টেস্ট থেকে অবসর রোহিতের? অবশেষে ফাঁস গোপন কথা

সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'যদি কোনও ক্রিকেটার পারফরম্য়ান্স করতে পারে, তাহলে বয়সটা কোনও ফ্যাক্টর হবে না।'

Labubu Doll Rohit Sharma: 'ভুতুড়ে পুতুল কিনে দাও...', মেয়ের আজব বায়না কীভাবে সামলালেন রোহিত?

রোহিতের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা

ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্বের ছবিটা ক্রমশ বদলাতে শুরু করেছে। টেস্ট ক্রিকেট দলের নয়া অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ২-২ ব্যবধানে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ড্র করেছে। এই সিরিজে টিম ইন্ডিয়ার চোখে মুখে আত্মবিশ্বাসের ছবিটা একেবারে স্পষ্ট ছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ফরম্য়াটে অধিনায়ক হিসেবে নজরকাড়া পারফরম্য়ান্স করছেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়ার উপর থেকে রোহিত শর্মার প্রভাব যে অনেকটাই কমে গিয়েছে, তা অনেকাংশে বলা যেতেই পারে। 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা আদৌ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন কি না, তা এখনও অনিশ্চিত। তবে ICC-র ওই পোস্টার যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এক নয়া জল্পনা সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Rohit Sharma Indian Cricket Team India vs England