New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/11/rohit-sharma-new-look-2025-08-11-17-50-16.jpg)
বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রোহিত শর্মা
Rohit Sharma: সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর আপাতত তাঁর হাতে বেশ অনেকটা সময় রয়েছে।
বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রোহিত শর্মা
Rohit Sharma: সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর আপাতত তাঁর হাতে বেশ অনেকটা সময় রয়েছে। সেকারণে যতটা সম্ভব বেশি করে পরিবারকে সময় দিচ্ছেন তিনি।
এই ছুটি কাটানোর মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্য়াচটা দেখতে মাঠে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে দেশে ফেরার সময় তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখার পরই রোহিতের ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি টেনশনে পড়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরাও।
Virat Kohli and Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত-বিরাট! তবে শর্ত একটাই...
ছুটি কাটিয়ে ফেরার পর রোহিত শর্মা যখন বিমান বন্দর থেকে বেরিয়ে আসছিলেন, সেইসময় তাঁর ফিটনেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে কী, রোহিতকে দেখে একেবারে চেনাই যাচ্ছে না। তাঁর গাল দুটো অনেকটাই ফুলে গিয়েছে। পাশাপাশি বেরিয়ে এসেছে ভুঁড়িও। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ছবি দেখে তাঁকে ট্রোল করতেও শুরু করেছেন। অনেকদিন ধরেই রোহিত শর্মার ফিটনেস নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। কিন্তু, প্রতিবারই হিটম্য়ান নিজের চওড়া ব্যাটে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। এবার তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।
Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন
Rohit Sharma's Swag entry at Mumbai airport after coming back from vacations.😎🔥 pic.twitter.com/RvRZllSA7V
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 9, 2025
চলতি বছর মার্চ মাসে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচেই শেষবার রোহিতকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। এরপর থেকে তিনি আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলেননি। যদিও আইপিএল টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। টিম ইন্ডিয়ার হয়ে রোহিতকে এবার শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই দেখতে পাওয়া যাবে। সমর্থকদের আশা, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ফের রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যাবে। তবে প্রত্যাবর্তনের আগে ফিটনেস নিয়ে রোহিতকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে।