কাছাকাছি এসেছিলেন। তবে দলনেতা ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় ঐতিহাসিক নজির গড়া হয়নি। ৩৩৫ অপরাজিত থাকা ডেভিড ওয়ার্নার অবশ্য বিশ্বাস করেন ব্রায়ান লারার অতিমানবিক ৪০০ রানের ইনিংস ভেঙে দিতে পারেন রোহিত শর্মা। ওয়ার্নার ৩৩৫ রানে ব্যাটিং করছিলেন। লারার নজির থেকে মাত্র ৬৫ রান দূরে ছিলেন। সেই সময়েই পাকিস্তানের বিরুদ্ধে দলগত ৫৮৯ রানে ডিক্লেয়ার করে দেন অধিনায়ক টিম পেইন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লারা ৪০০ করেছিলেন। টেস্টের এক ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির।
ফক্স স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার এর পরেই বলেছেন, "যদি কোনওদিন কেউ ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারে, সে হল রোহিত। অবশ্যই।" লম্বা ম্যারাথন ইনিংস খেলার সময় ওয়ার্নার যে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি। অজি তারকা ওপেনার জানাচ্ছেন, "এটা পুরোটাই সংশ্লিষ্ট ক্রিকেটারের উপরে নির্ভর করে। অস্ট্রেলিয়ার মাঠগুলো বেশ বড়বড়। কখনও কখনও বাউন্ডারি হাকানো সত্যিই মুশকিল হয়ে পড়ে। একসময় মনে হচ্ছিল আমি আর বাউন্ডারি হাকাতে পারব না। সেই সময় সিঙ্গল, ২ রান নিয়ে রান বাড়িয়ে গিয়েছি।"
সীমিত ওভারের ক্রিকেটে মহারাজকীয় পরিসংখ্যান থাকলেও টেস্টে রোহিতের পরিসংখ্যান অবশ্য অনেকটাই নিষ্প্রভ। তবে বিশ্বকাপের পরে টেস্ট স্কোয়াডেও প্রত্যাবর্তন করেছেন মুম্বইকর। ওয়েস্ট ইন্ডিজে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ মেলেনি। তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে রোহিতকে প্রথম একাদশে খেলানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েই টানা সেঞ্চুরি হাকিয়েছেন হিটম্যান। সিরিজ সেরাও হয়েছেন।
ওয়ার্নার নিজে অস্ট্রেলিয়ান হিসেবে আপাতত টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক। ভেঙেছেন ডন ব্র্যাডম্যানের ৮৫ বছরের ৩৩৪ রানের ইনিংস। তা সত্ত্বেও নিজের টেস্ট কেরিয়ার নিয়ে খুব একটা আশাবাদী নন বিধ্বংসী ওপেনার। শেওয়াগ অবশ্য বহুদিন আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন টি২০-র তুলনায় টেস্টে বেশি সফল হবেন ওয়ার্নার।
সেই প্রসঙ্গে ওয়ার্নার জানিয়েছেন, "দিল্লির হয়ে আইপিএল খেলার সময় শেওয়াগের সঙ্গে আমার কথা হয়। সেসময় শেওয়াগ বলে, টি২০-র থেকে টেস্টে আমি বেশি সফল হব। আমি স্রেফ বলেছিলাম, তুমি কি পাগল হয়ে গেছো!"
Read the full article in ENGLISH